বৃহস্পতিবারের লকডাউনে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নাম করলেও শনিবার এবং আগামী সপ্তাহে বুধবার উড়ান বন্ধ থাকবে। এদিকে ফের গুলি চলল ভাটপাড়ায়। দোষারোপ-পাল্টা দোষারোপ চলল বিজেপি-তৃণমূলে। কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১। করোনা আক্রান্ত এক পুলিশ আধিকারিকের মৃত্যু হল বৃহস্পতিবার। এদিকোবিদ্যুৎ বিল নিয়ে সারা রাজ্যে বিক্ষোভ দেখাল বিজেপি। কলকাতা, হাওড়ার সিইএসসি অফিসে চলল অবস্থান।
বাংলায় সাপ্তাহিক লকডাউনে বিমান উড়বে না
রাজ্য সরকারের ঘোষিত সাপ্তাহিক লকডাউনে কলকাতা বিমানবন্দর থেকে কোন উড়ান ওঠানামা করবে না। শনিবার রাজ্যে এ সপ্তাহের দ্বিতীয় লকডাউন। প্রথম লকডাউনের দিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে বিমান ওঠা-নামা করেছে। সূত্রের খবর শনিবার কোন বিমান ওঠানামা করবে না বলে জানিয়ে দিয়েছে। আগামী সপ্তাহে রাজ্য সরকারের ঘোষিত লকডাউন বুধবার। আগামী বুধবার এই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোন উড়ান ওঠানামা করবে না।
আজ রাজ্যের অন্যান্য খবরগুলি পড়ুন নীচে
ভাটপাড়ায় গুলি, বিজেপি-তৃণমূল চাপান-উতর
ফের ভাটপাড়ায় চলল গুলি। কিছু দিন আগেই এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়ে জখম হন। বৃহস্পতিবার রাতে ভাটপাড়ায় রামনগর কলোনী এলাকায় পাঁচ রাউন্ড গুলি চলে অভিযোগ। গুলির শব্দে স্থানীয় ক্লাব থেকে কয়েকজন সদস্য বেরিয়ে আসে। অভিযোগ, তাঁদের একজন ক্লাব সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীকারিরা। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যায় সে। ঘটনাস্থলে ছুটে আসে ভাটপাড়া থানার পুলিশ। বিজেপির বক্তব্য, ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। অভিযোগ, দুষ্কৃতীরা স্কুটি ও বাইকে এসে প্রথমে ২ রাউন্ড গুলি ছোড়ে। কেন গুলি ছুড়ছে জিজ্ঞেস করাতে এক ক্লাব সদস্যকে লক্ষ্য করে ফের গুলি করে। সে লুকিয়ে পড়ে। মোট পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে। তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ জানান, সম্পূর্ণ অরাজনৈতিক ঘটনা। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নাই। নিজেদের আর্থিক ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল। তৃণমূলকে জড়াতে চাইছে। একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে।
আজ রাজ্যের অন্যান্য খবরগুলি পড়ুন নীচে
নক্ষত্র পতন, অমলা শঙ্করের জীবনাবসান
প্রয়াত হলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। শুক্রবার সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে শ্রীনন্দা শঙ্কর এই মৃত্যুর খবর জানান। ‘নাতনি’ জানিয়েছেন, লকডাউনের জন্য মুম্বাই থেকে কলকাতা না আসতে পারার জন্য তিনি মর্মাহত। গতবছর অমলা শঙ্করের শতবছরের জন্মদিন পালনের স্মৃতিও ফেসবুকে সকলের সঙ্গে ভাগ করেছেন শ্রীনন্দা। অমলা শঙ্করের মৃত্যু নৃত্যের জগতে অসামান্য শূন্যতা তৈরি করল। বার্ধক্যজনিত নানান সমস্যায় বিগত বস কয়েকদিন ধরেই ভুগছিলেন শিল্পী। এদিন কলকাতাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন অমলা শঙ্কর।
রাজ্য়ের মন্ত্রী ইন্দ্রনীল সরকার বলেন, "পারফর্মার হিসাবে ওনার চলে যাওয়া অপূরনীয় ক্ষতি। শুধু নাচ নয়, ছবি আঁকা, অভিনয় সবই অসাধারণ। ইন্দ্রপতন। বেদনাদায়ক দিন। এই দিনেই হারিয়েছিলাম উত্তমকুমারকে। একই দিনে হারালাম সাংস্কৃতিক জগতের আর একজন মহানায়িকাকে। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য় সম্পন্ন হল। হাজির ছিলেন মমতা শঙ্করের পরিবার। শেষশ্রদ্ধা জানাতে অনেক ছাত্র-ছাত্রী হাজির হয়েছিলেন। মমতা শঙ্কর বলেন, "কাল সুন্দর ঘুমিয়েছেন। বলতেন আমি যেন হাসতে হাসতে চলে যেতে পারি। কাল রাতে ২টোয় জল খাইয়েছি।"
আজ রাজ্যের অন্যান্য খবরগুলি পড়ুন নীচে
করোনায় কলকাতা পুলিশর ইন্সপেক্টরের মৃত্যু
কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলে অফিসার-ইন-চার্জ ইনস্পেক্টর অভিজ্ঞান মুখার্জি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল। কর্মরত ছিলেন। অভিজ্ঞানবাবু একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। বৃহস্পতিবার তিনি । আমাদের এই প্রয়াত সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে শীঘ্রই। প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।
আজ রাজ্যের অন্যান্য খবরগুলি পড়ুন নীচে
সিইএসসি দফতরে বিজেপির বিক্ষোভ
সিইএসসির বিদ্যুৎ বিল নিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। কলকাতা, হাওড়ার সিইএসসি অফিস,তাছাড়া রাজ্য বিদ্যুৎ দফতরের অফিসের সামনেও বিক্ষোভ চলে। হাওড়ায় বিক্ষোভ সভায় নেতৃত্ব দেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সায়ন্তনের অভিযোগ, "২০২১ বিধানসভা নির্বাচনে নির্বাচনের খরচ তুলতে সিইএসসির সঙ্গে আঁতাত করেছে তৃণমূল কংগ্রেস।" কলকাতায় বিক্ষোভ সভায় রাজ্য মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল বলেন, "টাকা নেই, চাকরি নেই মানুষ কীভাবে বিদ্যুতের বিল মেটাবে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলতে পারতেন বিদ্যুতের বিল মিটিয়ে দেব। সারা ভারতে ইউনিট কস্ট এত বেশি নেই। বিলের টাকা স্থগিত করে রেখেছে। তা হবে না। সেটা পুরো বাতিল করতে হবে।" সম্প্রতি সিইএসসির এপ্রিল, মে ও জুন মাসের বিল নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। স্বয়ং রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সিইএসসির বাড়তি বিল নিয়ে সরব হয়েছে। বৈঠকে সিইএসসি বিলের বিষয়টি স্পষ্ট করতে পারেননি বলে জানিয়েছিলেন খোদ মন্ত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন