Advertisment

বাংলাজুড়ে দুর্যোগের পূর্বভাস, টানা তিনদিন চলবে ভারী বৃষ্টি

আগামী ১৭-১৯ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
west bengal weather forcast today

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

বিজয়া শেষে বাংলায় ফের নিম্নচাপে ভ্রুকূটি। রাজ্যজুড়ে চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, আগামী ১৭-১৯ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলা বুধবারও ভিজবে।

Advertisment

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার মূলত রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও। উপকূলবর্তী দুর্যোগ থেকে মানুষকে সতর্ক করতে উপকূলবর্তী দুই জেলায় ইতিমধ্যেঅ কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার থেকে কলকাতা সহ সংলগ্ন দুই পরগনা, হুগলি, হাওড়া এবং দুইমেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

আগামিকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। ভিজবে জলপাইগুড়িও। রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির ভ্রুকুটিও। কোচবিহার, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির পূর্বভাস রয়েছে, জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী বুধবার পর্যন্ত উত্তরে চলবে বৃষ্টি।

রবিবার কলকাতায় সারাদিনই মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে মাঝারি বৃষ্টি হবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০১০.১ মিমি। এদিনে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি। কিছুটা কমবে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather today Kolkata Weather West Bengal Weather Today weather Weather Forecast
Advertisment