/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/rain-pic.jpg)
বর্ষার আগমন নিয়ে রইল বিরাট আপডেট।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই এরাজ্যে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। রবিবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল চোখে পড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকেলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি চলতে পারে।
কাঁদিয়ে ছাড়ছে মাত্রাছাড়া গরম। অসহনীয় পরিস্থিতি রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায়। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি চলতে পারে আগামী রবিবার পর্যন্ত। তারপরেই আবহাওয়ায় বিরাট বদলটা চোখে পড়তে পারে। ঢুকে যেতে পারে প্রাক বর্ষার বৃষ্টি।
আরও পড়ুন- ‘ঘন-ঘন বিদেশে কেন?’ ED-র ঘরে গরম-গরম প্রশ্নের মুখে পড়তে পারেন রুজিরা
রাজ্যের পশ্চিমের জেলাগুলির পরিস্থিতি মারাত্মক। আরও কয়েকদিন পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। একইভাবে রাজ্যের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পং বাদ দিয়ে বাকি জেলাতেও অস্বস্তিকর গরম জ্বালা ধরাবে।
এদিকে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা ঢুকবে বলে ধারণা আবহাওয়াবিদদের। সেটা হলে আগামী রবিবার বা সোমবারের মধ্যেই বর্ষা ঢুকতে পারে উত্তরবঙ্গে। অর্থাৎ রাজ্যে বর্ষার প্রবেশ ঘটে যেতে পারে। এদিকে, বর্ষা ঢোকার আগে আগামী কয়েকদিন পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হালকা বৃষ্টি হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি,মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। অন্যদিকে, শহর কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে। আগামী শনিবার পর্যন্ত কলকাতায় এমন আবহাওয়া থাকবে। তবে রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।