ডিএ মামলায় নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। ৩ মাসের মধ্যেই বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে। ডিএ নিয়ে শেষমেশ স্যাটের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 'ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার', মামলার শুনানিতে মন্তব্য আদলতের।
আগামী ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে। ডিএ মামলায় রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি বলেছেন, ''ডিএ রাজ্য সরকারি কর্মীদের মৌলিক অধিকার। ডিএ না পেলে কর্মীদের মনোবল ভেঙে যাবে। এক্ষেত্রে রাজ্যের যুক্তি গ্রহণযোগ্য নয়।''
কেন্দ্রীয় হারেই বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদলত। ডিএ নিয়ে এর আগে স্যাট যে রায় দিয়েছিল সেই রায়ই এদিন বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- নয়া গেরোয় লালুপ্রসাদ, ফের মামলা ঠুকল CBI
উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে মামলাটি হয়েছিল ২০১৬ সালে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট-এ মামলা হয়। দীর্ঘ কয়েক বছর ধরে চলা মামলার পর স্যাট রাজ্য সরকারী কর্মীদের পক্ষেই রায় ঘোষণা করে। বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় স্যাট।
যদিও রাজ্য সরকার স্যাটের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা কলকাতা হাইকোর্টে মালাল করে। সেই মামলাতেই এবার স্যাটের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ আগামী ৩ মাসের মধ্যে রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে।