Advertisment

বাড়ি বসে বই খুলেই পরীক্ষা দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে ঠিক হয় অনলাইনেই পরীক্ষা নেওয়া হবে। থাকবে হোম অ্যাসেসমেন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta University has waived off all fees for PG and University UG students

‘ওপেন বুক এক্সাম’ হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বাড়ি বসে বই খুলেই স্নাতক ও স্নাতকোত্তরে পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা চলবে ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। কীভাবে হবে পরীক্ষা, সে বিষয়ে প্রশ্ন করলে জানা যায় ই-মেল বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের কাছে। ২৪ ঘন্টার মধ্যে উত্তর লিখে জমা দিতে হবে। কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গিয়েও জমা দেওয়া যাবে উত্তরপত্র। খাতা দেখবেন কলেজের অধ্যাপকরা। ফলাপল প্রকাশ করা হবে ৩১ অক্টোবরের মধ্যে।

Advertisment

করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব না বলে জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। ইউজিসির জারি করা গাইডলাইন মোতাবেক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কিন্তু দেশের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। পরীক্ষা না দিলে ডিগ্রী পাওয়া যাবে না। অগত্যা বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার বিষয়ে সায় দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নেওয়ার সমস্ত পরিকল্পনা ঠিক করে ফেলতে হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে ঠিক হয় অনলাইনেই পরীক্ষা নেওয়া হবে। থাকবে হোম অ্যাসেসমেন্ট।

calcutta university
Advertisment