আদিল-অর্পিতায় ভরসা অব্যক্তর অর্জুনের

পরিচালক অর্জুন দত্ত জানালেন, আদিল হুসেনের সঙ্গে কাজ করাটাই শিক্ষণীয়। আর অর্পিতা? ‘‘ওঁকে মাথায় রেখেই তো স্ক্রিপ্ট বানানো’’, বলছেন অর্জুন।

পরিচালক অর্জুন দত্ত জানালেন, আদিল হুসেনের সঙ্গে কাজ করাটাই শিক্ষণীয়। আর অর্পিতা? ‘‘ওঁকে মাথায় রেখেই তো স্ক্রিপ্ট বানানো’’, বলছেন অর্জুন।

author-image
IE Bangla Web Desk
New Update
এবারও একগুচ্ছ বাংলা ছবি মনোনীত ইফি-তে

অন্য অবতারে অর্পিতা চট্টোপাধ্যায়, সৌজন্যে অব্যক্ত

কলকাতার বেলগাছিয়া রাজবাড়িতে দুঃখ-দুঃখ আবহ। এত থমথমে পরিবেশ, যে থতমত হয়ে যেতে হয়। হলটা কী? একটু পর ব্যাপারটা বোঝা গেল। অব্যক্তর শ্যুটিং চলছে। তাও আবার ডেথ সিকোয়েন্সের। পরিচালক অর্জুন দত্তর প্রথম ফিচার ছবি।

Advertisment

আগেই প্রকাশ্যে এসেছিল অর্পিতা চট্টোপাধ্যায়ের বৃদ্ধা চেহারা। এবার শুরু হল অব্যক্তর শ্যুটিং। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অর্পিতা। উত্তর কলকাতার বনেদি বাড়ির বউ সাথী। চরিত্রটার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। তবে অর্জুন পরিচালক হিসেবে নতুন বলে কাজ করতে রাজি হয়েছেন তা নয়। গল্প ও তাঁর চরিত্রটাই অভিনেত্রীকে হ্যাঁ করিয়েছেন এই ছবিতে। আর অ্যাডেড ফ্যাক্টর অবশ্যই আদিল হুসেন।

publive-image শুরু হল অব্যক্তর শ্যুটিং, এক্সপ্রেস ছবি- শশী ঘোষ

Advertisment

পরিচালক হিসেবে অর্জুনের সঙ্গে কাজ করতে ভাল লাগছে বলেই জানালেন অর্পিতা। ছবিতে আদিলের চরিত্রের নাম রুদ্র। ছবির গল্পই তাঁকে আকর্ষণ করেছে বলে জানিয়েছেন আদিল।

আরও পড়ুন, একেবারে অন্য অবতারে অর্পিতা চট্টোপাধ্যায়, সৌজন্যে অব্যক্ত

publive-image ছবিতে আদিলের চরিত্রের নাম রুদ্র, এক্সপ্রেস ছবি- শশী ঘোষ

সিনেমায় অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলের ভূমিকায় রয়েছে অনুভব কাঞ্জিলাল। আর সত্যান্বেষীর পর আবার পর্দায় ফিরছেন অনির্বাণ ঘোষ। বেলগাছিয়া রাজবাড়ি ছাড়াও শ্যুটিং হবে হাওড়া স্টেশন, উত্তর কলকাতার অলিগলিতে। শ্যুটিং শেষ ১ জুন।

পরিচালক অর্জুন দত্ত জানালেন, আদিল হুসেনের সঙ্গে কাজ করাটাই শিক্ষণীয়। আর অর্পিতা? ‘‘ওঁকে মাথায় রেখেই তো স্ক্রিপ্ট বানানো’’, বলছেন অর্জুন।

tollywood adil hussain arpita chatterjee