অভিনেতা রানি চট্টোপাধ্যায় জনপ্রিয় ভোজপুরি সিনেমা জগতে। কিছুদিন আগে রিয়্যালিটি শো খতরো কি খিলাড়ি-তেও অংশ নিয়েছিলেন তিনি। এদিন রানি দাবি করেন, এক ব্যক্তি কিছুদিন ধরে অনবরত তাঁকে সোশাল মিডিয়ায় বিরক্ত করে চলেছেন। সে কারণেই হতাশায় ভুগছেন তিনি।
সোশাল মিডিয়া পোস্টে রানি লেখেন, ''আমি বিরক্ত। যদিও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার চেষ্টা করে চলেছি, কিন্তু আর সহ্য করতে পারছি না। ফেসবুকে এই মানুষটি আমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে চলেছে বছরের পর বছর ধরে এবং এখন সেগুলো এড়িয়ে চলাও মুশকিল হয়ে পড়েছে। বডি শেমিং থেকে জনসমক্ষে নাম ধরে ডাকা সবটাই চলছে। অনেকে বিষয়টায় পাত্তা না দিতে বলেছে। কিন্তু পারছি না।''
আরও পড়ুন, টিকটক প্রসঙ্গে বিস্ফোরক নুসরত, অ্যাপ ব্যান নিয়ে দুষলেন মোদী সরকারকেই
অনেক ভোজপুরি ছবিতে দেখা গিয়েছে রানি চট্টোপাধ্যায়কে। এদিন রানি আরও বলেন, তিনি মানসিক চাপের মধ্যে রয়েছেন। মুম্বই পুলিশকে উদ্দেশ্য করে অভিনেতা লেখেন, যদি তিনি কোনও চরম পদক্ষেপ নেন, তাহলে তাঁর জন্য ধনঞ্জয় সিং নামক ব্যক্তি দায়ী থাকবেন।
আরও পড়ুন, ‘আমিও নেপোটিজমের শিকার’, মন্তব্যের পরেই ট্রোল্ড সইফ আলি খান
রানি সাইবার সেলেও অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু যেহেতু উক্ত ব্যক্তি ফেসবুকে কখনও তাঁর নাম উল্লেখ করেনি, তাই তাঁর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
শেষে ভোজপুরি ছবির জনপ্রিয় নায়িকা লেখেন, ''আমি হতাশ। আর লড়াই করার শক্তি নেই। এতদিন ধরে হতাশার সঙ্গে লড়াই করেছি, এখন আত্মহত্যা করতে চাই। উক্ত ব্যক্তির কমেন্টের কিছু স্ক্রিনশটসও পোস্ট করেছেন রানি।''
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন