/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/national.jpg)
70th National Film Awards Announcement: কে কে পেলেন এই বিসেশ পুরস্কার?
70th National Award Winners List 2024: ঘোষিত এবছরের জাতীয় পুরস্কার। কে কে ছিনিয়ে নিলেন এই ঐতিহ্যবাহী পুরস্কার? নাম রয়েছে একটি বাংলা ছবির। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, দেখা যাচ্ছে দক্ষিণী ছবির পুরস্কারের সংখ্যা বলিউডের থেকে অনেক বেশি।
যে যে বিভাগে যতটা আশা করা গিয়েছিল, কিছুটা আশা সম্পূর্ন হয়েছে। জাতীয় পুরস্কার পেয়েছেন প্রীতম, এ আর রহমান থেকে নিনা গুপ্ত অনেকেই। কে কোন বিভাগে পেলেন পুরস্কার?
শ্রেষ্ঠ অভিনেতা - রোহিত শেট্টি ( কান্তারা )
শ্রেষ্ঠ অভিনেত্রী - নিত্যা মেনন ( থিরুচিত্রাবালাম ), মানসী পারেখ ( কচ্ছ এক্সপ্রেস )
শ্রেষ্ঠ পরিচালক - সুরজ বারজাতিয়া ( উচাই )
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ( ব্যাকগ্রাউন্ড ) - এ আর রহমান ( PS 1 )
শ্রেষ্ঠ মিউজিক - প্রীতম ( ব্রহ্মাস্ত্র )
শ্রেষ্ঠ একশন ডিরেকশন - KGF 2
শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন - অপরাজিত
শ্রেষ্ঠ বাংলা ছবি - কাবেরী অন্তর্ধান
শ্রেষ্ঠ সহ অভিনেত্রী - নিনা গুপ্ত ( উঁচাই )
শ্রেষ্ঠ সহ অভিনেতা - পবন রাজ মালহোত্রা ( ফৌজা )
বিশেষ সম্মাননা - মনোজ বাজপেয়ী ( গুলমোহর )
বাংলা ছবির তরফে এবছর, শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনের পুরস্কার পেয়েছে অনিক দত্তর অপরাজিত। সঙ্গে শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে পুরস্কৃত, কৌশিক গঙ্গোপাধ্যায় এর কাবেরী অন্তর্ধান।