Suhana-Agastya Relationship:শাহরুখ কন্যা সুহানার জীবনে সত্যিই প্রেমের রং লেগেছে? অগস্ত নন্দের সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন স্টার কিড! ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে গোলাপি রঙের গোলাপের তোড়ার একটি ছবি শেয়ার করে প্রেমচর্চাকে উসকে দিলেন। ছবির সঙ্গে অবশ্য কিছু লেখেননি সুহানা। তবে অনুরাগীরা মনে করছেন, প্রেমদিবসে সুহানাকে গোলাপ এসেছে বচ্চন পরিবারের নাতির তরফেই। অনেকদিন ধরেই বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে সুহানা-অগস্ত্যর প্রেমের গুঞ্জন। যদিও চর্চার মাঝে মুখে কুলুপ এটে দুজনেই।
/indian-express-bangla/media/post_attachments/d69e1a4d-7f4.jpg)
অগস্তর জন্মদিনে সাদা-কালো আবহে বার্থডে বয়ের কান ধরে সুহানা একটি মিষ্টি ছবি শেয়ার করেছিলেন। এরপরই তাঁদের প্রেমের গুঞ্জনে সরব টিনসেল টাউন। সুহানার পরিচয় এখন শুধু শাহরুখের রাজকন্যাই নয়, অভিনেত্রীর তকমাও জুড়েছে তাঁর নামের সঙ্গে। জোয়া আখতারের দ্যা আর্চিজের মাধ্যমে অভিনয় অভিষেক ঘটে সুহানা-অগস্ত্যর। এবার বাবার সঙ্গে 'কিং' ছবিতে অভিনয় করছেন শাহরুখের প্রিন্সেস। ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এটে থাকলেও দুই স্টার কিডের প্রেমচর্চা এখন বিনোদনের হট কেক।
সুহানার লেটেস্ট ফোটশুটের ছবিতে বিশেষ মন্তব্য করে প্রেমের গুঞ্জনকে আরও একটু উসকে দেন অগস্ত্যর মা শ্বেতা বচ্চন। ২৮ জানুয়ারি সুহানা খান তাঁর সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটের দুটি ছবি শেয়ার করেন। উজ্জ্বল সোনালী রঙের বডিকন ড্রেসের সঙ্গে হালকা মেকআপে মোহময়ী সুহানা। শাহরুখ কন্যার রূপে মুগ্ধ হয়ে শ্বেতা কমেন্ট করেছেন, 'তোমাকে গর্জাস লাগছে'। সঙ্গে হার্ট-আই ইমোজি। সুহানার কাছের বন্ধু নব্যা নভেলি নন্দা থেকে অনন্যা পাণ্ডে সুহানার লুকের তারিফ করেছেন।
তুতো বোন আলিয়া ছিব্বাও সুহানার ফটোশ্যুটের প্রশংসা করেছেন। এছাড়াও খুশি কাপুর, বাণী কাপুর, মালাইকা অরোরার মতো ফ্যাশেনিয়েস্তারাও সুহানার লেটেস্ট লুকের প্রশংসায় পঞ্চমুখ। বচ্চন পরিবারের সঙ্গে খান পরিবারের নাম জড়িয়ে যাচ্ছে বারবার। ক্রিসমাসের মরশুমে পরিবারের সঙ্গে আলিবার্গের ফার্মহাউজে ছুটি কাটিয়েছেন কিং খান। সেই সময় সুহানার সঙ্গে দিল্লির গেটওয়ের সামনে দেখা যায় অমিতাভের নাতনি অগস্ত্য নন্দকে। বিগ বি-র নাতি অগস্ত্য নন্দার ফ্যান পেজ থেকে চর্চিত লাভবার্ডসের বর্ষবরণের রাতে একসঙ্গে সময় কাটানোর বেশ কিছু মুহূর্ত শেয়ার করা হয়।
/indian-express-bangla/media/post_attachments/0e0f006e-075.jpg)
প্রসঙ্গত, কখনও বিদেশের মাটিতে পার্টি মুডে সুহানা-অগস্ত্য তো কখনও আবার দিওয়ালিতে একসঙ্গে তারকা পরিবারের দুই সদস্যের রাত্রিযাপন। এছাড়াও রেস্তরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায় সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরবন্দি হন সুহানা-অগস্ত্য। চর্চিত প্রেমিকযুগলের আউটিংয়ের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বচ্চন পরিবারের নাতির সঙ্গে প্রেমের গুঞ্জনে কবে সিলমোহর দেন শাহরুখ তনয়া সুহানা? সেই অপেক্ষায় জুটির অনুরাগীরা।