Actress Molestation: 'জোর করে রং মাখিয়ে...', মদ্যপ অবস্থায় অভিনেত্রীর শ্লীলতাহানি, সহ-অভিনেতার বিরুদ্ধে FIR দায়ের

Actress Molestation Case: হোলি পার্টিতে মদ্যপ অবস্থায় অভিনেত্রীর শ্লীলতাহানি করেন তাঁরই সহ অভিনেতা। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশও এফআইআর দায়ের করেছে।

Actress Molestation Case: হোলি পার্টিতে মদ্যপ অবস্থায় অভিনেত্রীর শ্লীলতাহানি করেন তাঁরই সহ অভিনেতা। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশও এফআইআর দায়ের করেছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
হোলি পার্টিতে মদ্যপ অবস্থায় অভিনেত্রীর শ্লীলতাহানি

হোলি পার্টিতে মদ্যপ অবস্থায় অভিনেত্রীর শ্লীলতাহানি

Actress Molestation News: হোলির উৎসবে কেউ ফাগ আবিরে রাঙা হন তো কেউ আবার ডিজে-র তালে পার্টিতে মজে থাকতে ভালবাসেন। আর সেই হোলি পার্টিতেই অনেকসময় ঘটে যায় অপ্রীতিকর কিছু ঘটনা। মুম্বইয়ে সেইরকমই একটি ঘটনার সাক্ষী থাকলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী। পুলিশ সূত্রে খবর, শুক্রবার হোলি উপলক্ষে মায়ানগরীতে অনুষ্ঠিত একটি পার্টিতে মদ্যপ অবস্থায় অভিনেত্রীর শ্লীলতাহানি করেন তাঁর সহ অভিনেতা। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। বছর ৩০-এর অভিনেত্রী হিন্দি ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এছাড়াও মিনি সিরিজের পরিচিত মুখ। বর্তমানে একটি বিনোদন চ্যানেলের সঙ্গে তিনি যুক্ত।

Advertisment

অভিনেত্রীর নাম প্রকাশ্যে আনা হয়নি। তাঁর বয়ান অনুযায়ী, শুক্রবার অভিনেত্রীর সংস্থার তরফে খোলা ছাদের উপর হোলি পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তাঁর কো-স্টার। মদ্যপ অবস্থায় বারবার তাঁকে স্পর্শ করে রং দিতে চাইছিলেন। সহ অভিনেতার হাত থেকে নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। পুলিশের কাছে জবানবন্দিতে অভিনেত্রী জানিয়েছেন, সহ অভিনেতা তাঁর সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করেছেন। মদ্যপ অবস্থায় জোর করে কাছে টেনে রঙ মাখিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছেন। ঘটনায় আতঙ্কিত হয়ে বাথরুমে ছুটে যান তিনি। ঘটনার বিরবণ দিয়ে এফআইআর দায়েরের সময় কী বলেছেন অভিনেত্রী?

তাঁর অভিযোগ, 'ও নানা অছিলায় আমাকে রঙ দেওয়ার চেষ্টা করছিল। ওই পার্টিতে অন্য মেয়েরাও ছিলেন। ওঁর সঙ্গে রঙ খেলতে একদম ভাল লাগছিল না। বারবার দূরে চলে যাচ্ছিলাম। অগত্যা নিরুপায় হয়ে ফুচকার স্টলের পিছনে গিয়ে লুকাই। সেখানেও আমার পিছু ছাড়েনি। আমি মুখ ঢেকে রেখেছিলাম। তবুও আমাকে জোর করে টেনে এনে রং দেয়। আর মদ্যপ অবস্থায় প্রেমের প্রস্তাব দিয়ে বলেন, দেখি কে তোমাকে আমার থেকে বাঁচায়। এরপর আমাকে খারাপভাবে স্পর্শ করে রং লাগান। ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমি বাথরুমে চলে যাই। এই ঘটনায় আমি স্তম্ভিত।' 

অভিনেত্রী আরও জানিয়েছেন, পার্টিতে উপস্থিত অন্যদের এই ঘটনার কথা জানালে তাঁরা অভিযুক্তের কাছে যান। সই সময় তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তাঁর সহ অভিনেতা। এক সাব ইন্সপেক্টর জনিয়েছেন, 'অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে, আমরা অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমরা তাঁকে নোটিশ পাঠিয়েছি এবং ঘটনার তদন্ত করছি। আমরা পার্টিতে উপস্থিত অন্যান্যদের বক্তব্য রেকর্ড করব এবং সিসিটিভি ফুটেজও পরীক্ষা করব।'

TV Actress Actress Hindi language hindi serial Hindi Television mumbai