Advertisment

First Indian space tourist: ভারতের প্রথম মহাকাশ পর্যটক! ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন গোপী থোটাকুরা

Gopi Thotakura: তাঁর মত, বিশ্বে আরও মাত্র ৫০ জন এখনও পর্যন্ত মহাকাশ ভ্রমণের সুযোগ পেয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Gopi Thotakura, space tourist, গোপী থোটাকুরা, মহাকাশ পর্যটক

Gopi Thotakura-space tourist: মহাকাশ পর্যটক গোপী থোটাকুরা (মধ্যে)। (ছবি- এক্স.কম/ব্লুঅরিজিন)

First Indian space tourist completes flight: ইতিহাসে স্থান পেলেন ভারতে জন্মগ্রহণকারী বিমানচালক গোপী থোটাকুরা। বাণিজ্যিক বিমানের এই পাইলট রবিবার (১৯ মে) মহাকাশ ভ্রমণ সারলেন। তিনি সেই ছয় পর্যটকের অন্যতম, যাঁরা রবিবার এক ছোট মহাকাশযানে চেপে মহাকাশে ঘুরলেন। থোটাকুরা বর্তমানে আমেরিকায় থাকেন। তিনি ভারতের প্রথম মহাকাশ পর্যটক হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিলেন। তাঁর মত, বিশ্বে আরও মাত্র ৫০ জন এখনও পর্যন্ত মহাকাশ ভ্রমণের সুযোগ পেয়েছেন।

Advertisment

সাব-অরবিটাল ট্রিপ
থোটাকুরা ব্লু অরিজিনের একটি মহাকাশযানে চেপেছিলেন। বেশ কয়েকটি বেসরকারি মহাকাশ পর্যটন সংস্থা মহাকাশে যেতে ইচ্ছুকদের পর্যটনের প্রস্তাব দিয়েছিল। মহাকাশে পাড়ি দেওয়া থেকে থেকে অবতরণ পর্যন্ত, পুরো যাত্রার সময়সীমা ছিল মাত্র দশ মিনিট। এই সময়সীমার মধ্যে মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছে। এটা ছিল মহাকাশে সবচেয়ে সংক্ষিপ্ত এবং দ্রুততম ভ্রমণের ঘটনা। যাত্রীদের মধ্যে ছিলেন একজন ৯০ বছর বয়সি আমেরিকান। তাঁরা মাত্র কয়েক মিনিটের জন্য অনুভব করতে পেরেছেন যে তাঁদের ওজন আচমকা কমে গেছে। শুধু তাই নয়, তাঁরা ওই কয়েক মিনিটের জন্য পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে পর্যবেক্ষণের সুযোগও পেয়েছেন।

মহাকাশ ভ্রমণ
মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে পৃথিবী থেকে বহুদূরে মহাকাশযানকে যেতে দেওয়া হয় না। প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে যাত্রীদের ভ্রমণ করানো হয়। এই জায়গাটা 'কারমান লাইন'-এর ঠিক পরেই। এই লাইনকে পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের মধ্যে সীমানা হিসেবে বিবেচনা করা হয়। এই উচ্চতার নীচে উড়ে যাওয়া কোনও কিছুকে বিমান বলা হয়। আর, সীমানা পার করলেই বলা হয় মহাকাশযান। সেই হিসেবে থোটাকুরা, সাব-অরবিটাল স্পেস ফ্লাইটে চেপে এই যাত্রা করেছেন। মহাকাশযানটি পৃথিবীর চারপাশে কক্ষপথে প্রবেশ করেনি। এটি কারমান লাইন অতিক্রম করে, কিছু সময়ের জন্য সেখানে অবস্থান করেছে। তারপরে পৃথিবীতে ফিরে এসেছে। মহাকাশে বাকি পর্যটনগুলোও এভাবেই আয়োজিত হয়েছে।

আরও পড়ুন- কয়েক হাজার বছরের রহস্যের সমাধান! গবেষণায় উদ্ধার পিরামিড নির্মাণ কৌশল

মহাকাশ ভ্রমণের খরচ
ব্লু অরিজিন, এই যাত্রায় একটি আসনের জন্য যাত্রীদের থেকে কত নিয়েছে, তা জানায়নি। তবে, স্পেস. কম (Space.com)- এর মতে, একটি ভার্জিন গ্যালাকটিক মহাকাশযানে এরকম পর্যটনের খরচ প্রায় ৩.৭৫ কোটি টাকা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি পর্যটনে এখন প্রায় ১৬০ থেকে ২১০ কোটি টাকা খরচ হয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) সম্প্রতি জানিয়েছে, মহাকাশ সংস্থা স্পেসএক্স এবং অন্য স্পেস অ্যাডভেঞ্চার সংস্থাগুলো চাঁদের আশপাশে ভ্রমণের জন্য প্রায় ৬০০ থেকে ৮৫০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে। যাতে স্পষ্ট যে, মহাকাশ পর্যটন বর্তমান সময়ে শুধুমাত্র অতি-ধনীদের পক্ষেই সম্ভব। তবে, ভবিষ্যতে খরচ কমলে এর বাজার বাড়তে পারে।

tourism Earth Space
Advertisment