Government slashes prices for cancer drugs: মঙ্গলবার তাঁর ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যান্সারের ওষুধ- ট্রাস্টুজুমাব ডেরক্সটেকান, ওসিমেরটিনিব এবং দুরভালুমব- এর ওপর শুল্ক ছাড়ের কথা ঘোষণা করেছেন। বাজেট ঘোষণার আগে এসব ওষুধের ওপর শুল্ক ছিল প্রায় ১০ শতাংশ। শুল্ক ছাড়ের সিদ্ধান্তের ফলে এই ওষুধগুলো ভারতীয় রোগীদের কাছে আরও সহজলভ্য হবে। ক্যান্সার থেরাপির সামগ্রিক খরচ কমবে।
টার্গেটেড বা লক্ষ্যযুক্ত ক্যান্সার ড্রাগস বা ওষুধ কী?
লক্ষ্যযুক্ত ক্যান্সারের ওষুধগুলি শুধুমাত্র ক্যান্সার কোষকে আক্রমণ করার জন্যই তৈরি করা হয়েছে। এই ওষুধগুলো স্বাভাবিক কোষকে প্রভাবিত করে না। তারা ক্যান্সার কোষের নির্দিষ্ট জেনেটিক পরিবর্তন লক্ষ্য করে। এই সব জেনেটিক পরিবর্তন ক্যান্সার কোষের বৃদ্ধি, বিভাজন এবং বিস্তারে সহায়তা করে। সেই পরিবর্তন লক্ষ্য করেই টার্গেটেড বা লক্ষ্যযুক্ত ক্যান্সার ড্রাগস, ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে। প্রথাগত কেমোথেরাপির ওষুধের তুলনায় এই ওষুধগুলোর কার্যকারিতা ভালো। পার্শ্বপ্রতিক্রিয়াও কম। কারণ, কেমোথেরাপির ওষুধগুলো নির্বিচারে সমস্ত কোষকে নিশানা করে ধ্বংস করে। নতুন লক্ষ্যযুক্ত ক্যান্সার থেরাপি যেমন ইমিউনোথেরাপি কোনও ওষুধ ব্যবহার করে ক্যান্সারকে আক্রমণ করে না। বদলে, তা ক্যান্সার কোষগুলি চিহ্নিত করতে এবং ক্যান্সারের ছড়ানো রোধ করতে রোগীর প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।
শুল্ক ছাড়ের ফলে রোগীদের কী সুবিধা হবে?
ক্যান্সারের টার্গেটেড ওষুধের ওপর শুল্ক ছাড়ের ফলে, ক্যান্সার রোগীদের এবং তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক বোঝা কমবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময়, একজন ক্যান্সার রোগী জানিয়েছেন যে ওষুধের দাম ১২,০০০ টাকাও যদি কমে, তাহলে আরও পুষ্টি এবং প্রোটিন সহায়ক জিনিস কিনতে এবং পরীক্ষা আর স্ক্যানের পিছনে টাকা খরচ করতে তাঁদের সুবিধা হবে। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর অঙ্কোলজিস্ট ডা. অভিষেক শঙ্কর বলেছেন, 'এটা সরকারের ইতিবাচক পদক্ষেপ। এই ওষুধগুলোর দাম লক্ষাধিক টাকা পর্যন্ত। এইসব ওষুধের দামের সামান্য শতাংশ হ্রাসেও রোগী এবং তাঁদের পরিবারের অনেক উপকার হবে। আর, লক্ষ্যযুক্ত ড্রাগস বা ওষুধ ক্যান্সারের চিরাচরিত থেরাপির চেয়ে অনেক ভালো।' ওই অঙ্কোলজিস্ট আরও বলেছেন যে, ভারতে প্রায় একলক্ষ রোগীর রাস্তুজুমাব ডেরক্সটেকান, ওসিমেরটিনিব এবং দুরভালুমাবের মত টার্গেটেড ক্যান্সার ড্রাগস প্রয়োজন।
আরও পড়ুন- আবহাওয়া দফতর বলছে ভালো বৃষ্টি হচ্ছে, আদৌ কি সব জায়গায় ঠিকঠাক বৃষ্টি চলছে?
ভারতে ক্যান্সারের ছবিটা কী?
ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। ২০২২ সালে আনুমানিক ১৪.৬ লক্ষ নতুন ক্যান্সার আক্রান্ত শনাক্ত হয়েছে। ২০২১ সালে সংখ্যাটা ছিল ১৪.২ লক্ষ এবং ২০২০ সালে ১৩.৯ লক্ষ। এমনটাই জানিয়েছে জাতীয় ক্যান্সার রেজিস্ট্রি। আর, ক্যান্সারের কারণে মৃত্যুর সংখ্যা ২০২২ সালে বৃদ্ধি পেয়ে আনুমানিক ৮.০৮ লক্ষ হয়েছে। যা ২০২১ সালে ছিল ৭.৯ লক্ষ এবং ২০২০ সালে ৭.৭ লক্ষ।