Inflation rises: পাইকারি বাজারে মূল্যস্ফীতি গত ১৫ মাসে সর্বোচ্চ, কী জানাল কেন্দ্রীয় সরকার?

Wholesale price: পাইকারি মূল্য সূচক (ডব্লিউপিআই) হল একটি পরিসংখ্যানগত পরিমাপ। যা দেশের অভ্যন্তরীণ বাজারে প্রচুর পরিমাণে লেনদেন করা পণ্যের গড় মূল্য পরিবর্তনের ওপর নজর রাখে।

Wholesale price: পাইকারি মূল্য সূচক (ডব্লিউপিআই) হল একটি পরিসংখ্যানগত পরিমাপ। যা দেশের অভ্যন্তরীণ বাজারে প্রচুর পরিমাণে লেনদেন করা পণ্যের গড় মূল্য পরিবর্তনের ওপর নজর রাখে।

author-image
IE Bangla Web Desk
New Update
Inflation, wholesale inflation rises, মূল্যস্ফীতি, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে,

Inflation-wholesale inflation rises: মুদ্রাস্ফীতি ঘটেছে। পাইকারি বাজারে মূল্য বেড়েছে। (ফাইল ছবি)

India’s wholesale inflation rises: ভারতের পাইকারি মূল্যস্ফীতি, মে মাসে গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ বেড়েছে। এই বৃদ্ধির পরিমাণ ২.৬১%। শুক্রবার (১৪ জুন) এনিয়ে কেন্দ্রীয় সরকার তথ্য প্রকাশ করেছে। মাসিক ভিত্তিতে (MoM) প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল মাসেও ভারতের পাইকারি বাজারে মূল্যস্ফীত হয়েছিল। এপ্রিলে মূল্যস্ফীতি হয়েছিল ১.২৬ শতাংশ। আর, মে মাসে পাইকারি মূল্য স্ফীত (WPI) হয়েছে বা মে মাসে বেড়েছে ২.৬১ শতাংশ। এই নিয়ে চলতি বছরে টানা তৃতীয়বার মূল্য স্ফীত হল বা বৃদ্ধি পেল। নথি বলছে, ২০২৩ সালের ফেব্রুয়ারির পর থেকে মে মাসের বৃদ্ধিটাই ভারতের পাইকারি বাজারে সর্বোচ্চ মূল্যস্ফীতি।

Advertisment

মূল্যস্ফীতির কারণ
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মে মাসে উচ্চ মূল্যস্ফীতি যেসব কারণে ঘটেছে, তা হল- অপরিশোধিত পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি, প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি, খনিজ তেলের দামবৃদ্ধি, খাদ্য সামগ্রীর দামবৃদ্ধি, খাদ্য পণ্যের উত্পাদন খরচ বৃদ্ধি। আর, তারই জেরে খাদ্য সামগ্রীর মূল্যস্ফীতি মে মাসে ৯.৮২ শতাংশ বেড়েছে। এপ্রিলে এটাই ছিল, ৭.৭৪ শতাংশ। নথি বলছে, মে মাসে সবজির মূল্যস্ফীতি ঘটেছিল ৩২.৪২ শতাংশ। তার আগের মাসে মূল্যস্ফীতি হয়েছিল বা দাম বেড়েছিল ২৩.৬০ শতাংশ।

সূচক সংখ্যা এবং মূল্যস্ফীতির বার্ষিক হার (% এর মধ্যে বছর বছর)*
সমস্ত পণ্য/প্রধান গোষ্ঠীওজন (%)মার্চ 2024এপ্রিল 2024 (P)মে 2024 (P)
সূচকমুদ্রাস্ফীতিসূচকমুদ্রাস্ফীতিসূচকমুদ্রাস্ফীতি
সমস্ত পণ্য100.00151.40.26153.01.26153.32.61
I. প্রাথমিক প্রবন্ধ22.62183.24.57186.75.01187.77.20
২. জ্বালানী ও শক্তি13.15152.1-2.75154.81.38150.61.35
III. শিল্পজাত পণ্য64.23140.1-0.85140.8-0.42141.70.78
খাদ্য সূচক24.38180.44.82183.65.52185.77.40
সূত্র: পিআইবি
Advertisment

মাসিক পাইকারি মূল্যস্ফীতি WPI (MoM)
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) মুদ্রানীতি প্রণয়নের সময় প্রধানত খুচরো বাজারের মুদ্রাস্ফীতিকেই বিবেচনার মধ্যে রাখে। ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনস্ত ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি), প্রতি মাসের ১৪ তারিখে বা পরবর্তী কার্যদিবসে WPI ডেটা প্রকাশ করে। সূচকের মাধ্যমে এই তথ্য প্রকাশের সময়, পণ্যগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়। সেই তিনটি ভাগ হল- খাদ্যসামগ্রী এবং অ-খাদ্য সামগ্রী, জ্বালানি ও শক্তি এবং উৎপাদিত শিল্পজাত পণ্য।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের রিপোর্ট তলব, ফের নিটের আয়োজন, কেন পিছু হঠল এনটিএ?

পাইকারি মূল্য সূচক (ডব্লিউপিআই) কী?
পাইকারি মূল্য সূচক (ডব্লিউপিআই) হল একটি পরিসংখ্যানগত পরিমাপ। যা দেশের অভ্যন্তরীণ বাজারে প্রচুর পরিমাণে লেনদেন করা পণ্যের গড় মূল্য পরিবর্তনের ওপর নজর রাখে। ডব্লিউপিআই পাইকারিস্তরে মুদ্রাস্ফীতির একটি পরিমাপক হিসেবে কাজ করে। এই আর্থিক পরিবর্তনগুলো মূল্যের গতিবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।

Wholesale Price Index Retail Inflation India Inflation