Advertisment

বিশ্বভারতীতে শ'য়ে-শ'য়ে পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ

কেন্দ্রের অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে মোটা টাকা বেতনে কর্মী নিয়োগ। সুযোগ যেতে দেবেন না!

author-image
IE Bangla Web Desk
New Update
visva bharati university recruitment 2023

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।

এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নন স্টিচিং স্টাফের শতাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদগুলিতে আবেদনের সুযোগ মিলবে। এই পদগুলিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে Multi Tasking Staff (মাল্টি টাস্কিং স্টাফ) পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা- ৪০৫।

শিক্ষাগত যোগ্যতা:

বিশ্বভারতীর Multi Tasking Staff পদে নিয়োগের জন্য আবেদবনকারীদের ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও আইটিআই পাশ করা পড়ুয়ারাও আবেদনের যোগ্য।

আরও চাকরির খবর- এই চাকরিতে বেতন প্রায় ২৩ হাজার, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ

বেতন: এই পদে নিয়োগ মিললে মাসে বেতন হবে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকার মধ্যে।

বয়সসীমা: এই পদে চাকরির জন্য আবেদনকারীদের সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে।

এরই পাশাপাশি Library Attendent পদেও ৩০ কর্মী নিয়োগ করা হবে।

আরও চাকরির খবর- কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ, বেতন জানলে চমকে উঠবেন!

শিক্ষাগত যোগ্যতা:

দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এক্ষেত্রে আবেদনকারীদের লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট থাকতে হবে। যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার বেসিক জানা আবশ্যক।

বেতন: এই পদে চাকরিতে প্রার্থীদের বেতন হতে হবে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকার মধ্যে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য।

আরও চাকরির খবর- সরকারি দফতরে ‘ডেটা এন্ট্রি অপারেটর’-এর চাকরি, আবেদনের যোগ্য কারা?

স্টেনোগ্রাফার-এর ২টি শূন্যপদেও কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

এক্ষেত্রে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-সহ স্টেনোগ্রাফি ও ইংরেজি টাইপিংয়ে দক্ষ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটারের বেসিক কোর্স জানা থাকতে হবে।

বেতন:

এই পদে চাকরি মিললে বেতন হবে মাসে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত।

বয়সসীমা:

এক্ষেত্রেও ৩২ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য।

আরও চাকরির খবর- খড়গপুর IIT-তে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন

এছাড়াও আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান-সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৭০৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই কয়েকশো পদে চাকরি জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের বিশ্ববিদ্যালযের অফিসিয়াল ওয়েবসাইট। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটি দেখতে পারেন- https://vbharatirec.nta.ac.in/Visva_Live/RegVisvaprocess.aspx?skey=638175197413207969

উপরোক্ত চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি দেখতে ক্লিক করতে পারেন- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/b0892026ccaed64f539e7468533f71ff7451c0929010b328b32eb0f0cce9d0a6.pdf

আবেদনের শেষ তারিখ:

উপরোক্ত পদগুলিতে আগামী ১৬ মে, ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।

visva bharati West Bengal jobs Visva-Bharati University job
Advertisment