Advertisment

পুরভোটের প্রাক্কালে যৌবনেই ভরসা হাকিমের

"যুব সমাজ কি চাইছে? যুব সমাজের প্রত্যাশা কি? কি ভাবে বিশ্ব, বাংলা বা এই শহরটাকে তাঁরা দেখতে চাইছে? এটা জানা অত্যন্ত প্রয়োজন।"

author-image
IE Bangla Web Desk
New Update
youth kolkata

মেয়র ফিরহাদ হাকিম।

কলকতা পুরসভা নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে। এতদিন 'টক টু মেয়র' অনুষ্ঠানে সরাসরি কলকাতার বাসিন্দাদের কাছ থেকে ফোনে অভিযোগের কথা শুনতেন মেয়র ফিরহাদ হাকিম। সেই অভিযোগ নথিভুক্ত করে সমাধান করার চেষ্টা করা হত বলেই পুর সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়। ফেসবুক লাইভে আসতে চলেছেন মেয়র। তবে এবার পুরসভার লক্ষ্য মহানগরের যুব সম্প্রদায়।

Advertisment

ফিরহাদ হাকিমের বক্তব্য, "আমরা চাই দেশ ও শহর গড়ার কাজে যুব সমাজ নিজের মতামত দিক। কারণ, যুব সমাজ কী চাইছে? যুব সমাজের প্রত্যাশা কী?। কীভাবে বিশ্ব, বাংলা বা এই শহরটাকে তাঁরা দেখতে চাইছেন? এটা জানা অত্যন্ত প্রয়োজন। আমরা জানি আমাদের থেকে অনেক ভাল লক্ষ্য যুব সমাজের আছে। আমরা জীবনে যা করতে পারিনি, সেটা আমাদের যুব সমাজ করবে। তাই কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে যুব সমাজের মতামত অত্যন্ত জরুরি। তাই আমি কলকাতার যুব সমাজকে আহ্বান করছি।"

আরও পড়ুন: বিভাজিত টলিউড, দুই শিবিরে আড়াআড়ি ভাগ, কে কোন দলে?

অভিজ্ঞ মহল মনে করছে, অনেক সময় বাসিন্দারা কোথায় অভিযোগ করে সমাধান পাবেন সেটা বুঝতে পারতেন না। তাঁদের আস্থা যোগাতে 'টক টু মেয়র' অনুষ্ঠান শুরু হয়। পুর বাসিন্দাদের সঙ্গে সরাসরি ফোনে অভিযোগ শোনেন মেয়র। কলকাতা পুরসভার নির্বাচন আসন্ন। পুরসভার স্বচ্ছ ভাবমূর্তি গড়তে মরিয়া কতৃপক্ষ। এবার যুব সম্প্রদায়ের মতামত জরুরি বলে মনে করে পুরসভা। আপাতত ৬ ফেব্রুয়ারি প্রথম লাইভ হবে।

পুরসভার আইটি সেলের উপদেষ্টা সন্দীপন সাহা বলেন, "আগামী ৬ ফেব্রুয়ারি ফেসবুকে 'ইয়ুথ ফর কলকাতা' লাইভে মেয়র হাজির থাকছেন। কলকাতার যুব সমাজ কলকাতাকে কীভাবে দেখতে চায়। তাঁদের কলকাতার ব্যাপারে কী ধারনা, সেই নিয়ে আলোচনা করার জন্য মেয়র ফিরহাদ হাকিম ফেসবুক লাইভে আসবেন। ওই দিন সন্ধে ৭টা থেকে যুব সমাজের সঙ্গে তিনি আলোচনা করবেন। আপাতত একটা সেশন হবে। আগামী দিনে কবে হবে তা এখনও স্থির হয়নি।"

KOLKATA CORPORATION
Advertisment