New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/1-17.jpg)
ছবি: আয়ুষ শর্মার সোশাল মিডিয়া থেকে।
গত ২৭ ডিসেম্বর মা হয়েছেন অর্পিতা খান। ওই দিনটিই সি-সেকশন ডেলিভারির জন্য বেছে নেওয়া হয়েছিল। আয়ুষ-অর্পিতার প্রথম সন্তান ও সদ্যোজাত কন্যা আয়াত-এর প্রথম ছবি সদ্য এসেছে সোশাল মিডিয়ায়। অর্পিতা চেয়েছিলেন সলমনের জন্মদিনেই তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হোক এবং বোনের ডেলিভারির জন্য়ই এবছর পানভেলে পার্টি করেননি সলমন। সদ্যোজাত আয়াতকে দেখে আহিলও অত্যন্ত খুশি। অর্পিতা ও আয়ুষের ধুমধাম সহযোগে বিয়ে হয় ২০১৪ সালে হায়দরাবাদের ঐতিহ্যবাহী নিজাম প্যালেসে। আর অর্পিতা-আয়ুষের প্রথম সন্তান আহিলের জন্ম হয় ২০১৬ সালে। তার তিন বছর পরে এল আয়াত।