Advertisment

আপের চাপে নতজানু কংগ্রেসের দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতা, কেজরিওয়াল যাচ্ছেন বেঙ্গালুরু

বিরোধী বৈঠকে যাওয়া নিয়ে শর্ত দিয়েছিল আম আদমি পার্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
Arvind Kejriwal

বিরোধীদের সভার আগে রবিবার বেঙ্গালুরুতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পোস্টার।

অবশেষে বেঙ্গালুরুতে আগামিকাল হতে চলা বিরোধীদের বৈঠকে যোগ দিতে চলেছে আম আদমি পার্টি। কারণ, দিল্লিতে পরিষেবার নিয়ন্ত্রণ ইস্যুতে মোদী সরকারের জারি করা অধ্যাদেশ বা অর্ডিন্যান্সের বিরোধিতা করতে রাজি হয়েছে কংগ্রেস। তারই প্রেক্ষিতে আম আদমি পার্টিও (আপ) আগামিকাল বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছে। বেঙ্গালুরু শহরের বিভিন্ন জায়গায় বৈঠকের আগের দিন, রবিবারই দেখা গিয়েছে বিরোধীদের অন্যতম নেতা হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের ছবি।

Advertisment

এর আগে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতা ইস্যুতে আপ ও কংগ্রেসের বিবাদ চরমে উঠেছিল। আপ পরিষ্কার জানিয়ে দিয়েছিল, কংগ্রেস যদি মোদী সরকারের জারি করা অর্ডিন্যান্সের বিরোধিতা না-করে, তবে আপও বিরোধীদের বৈঠকে থাকবে না। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে বিরোধীদের শরিক হওয়া আম আদমি পার্টির পক্ষে খুবই কঠিন হবে। তারপরই কংগ্রেসকে দেখা গেল নিমরাজি হতে। আম আদমি পার্টির আবেদনে সাড়া দিয়ে দিল্লি সরকারের ওপর কেন্দ্রের অধ্যাদেশের বিরোধিতা করল কংগ্রেস। তারই প্রেক্ষিতে আপও জানিয়ে দিয়েছে যে তারা বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে সোমবার যোগ দেবে।

এই ব্যাপারে দলের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিতে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির বাড়িতে রবিবার বৈঠক করেছেন আপের রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্যরা। বৈঠকের পর কমিটির মুখপাত্র রাঘব চাড্ডা সাংবাদিকদের বলেন, ' যে সব দল সংবিধান এবং গণতন্ত্রকে মূল্য দেয়, তারা কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতা করবে। বেশ কয়েকটি বিরোধী দল আগেই জানিয়ে দিয়েছে যে তারা মোদী সরকারের এই অর্ডিন্যান্সকে সমর্থন করে না। এই অর্ডিন্যান্সের বিরোধিতা করে। এবার কংগ্রেসও জানিয়েছে যে তারা দিল্লি সরকারের ওপর মোদী সরকারের চাপিয়ে দেওয়া অর্ডিন্যান্সের বিরোধী। আর, তারই প্রেক্ষিতে আম আদমি পার্টিও বেঙ্গালুরুতে বিরোধীদের সভায় যোগ দেবে।'

আরও পড়ুন- তৃণমূলে মহাবিদ্রোহের আশঙ্কা? ২১ জুলাইয়ের সমাবেশে মমতা-অভিষেক বাদে অন্যদের ছবিতে ‘না’

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে আম আদমি পার্টিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রয়োজন। কারণ, ইতিমধ্যেই দিল্লি এবং পঞ্জাবের মত দুটি রাজ্যে আম আদমি পার্টি শাসন ক্ষমতায় রয়েছে। ফলে, রাজ্যসভায় তাদের বেশ কয়েকজন সাংসদও থাকবে। যাদের সমর্থন পেলে বিরোধীদের হাত আরও শক্ত হবে। তবে, কংগ্রেসের কিছু নেতা চেয়েছিলেন রাজ্যগুলোর বাধ্যবাধকতার কথা ভেবে আপের সঙ্গে হাত না-মেলাতে। কারণ, দিল্লি এবং পঞ্জাবে আম আদমি পার্টির প্রধান বিরোধী দল কংগ্রেস। সেখানে কংগ্রেস এবং আপ একই শিবিরে থাকলে দিল্লি ও পঞ্জাবে বিজেপির রাজনৈতিক উত্থান সহজ হবে। কিন্তু, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সর্বভারতীয় রাজনীতির বাধ্যবাধকতা কংগ্রেসকে বাধ্য করল দিল্লিতে কেন্দ্রের চাপানো অর্ডিন্যান্সের বিরোধিতা করতে। আর, আপের সঙ্গে বিরোধীদের মঞ্চ শেয়ার করতে।

CONGRESS AAP Kejriwal
Advertisment