Advertisment

‘হ্যালো! মিস্টার মোদী’, পেগাসাস ইস্যুতে মোদীকে কটাক্ষ, ডেটা সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর

পেগাসাস 'স্পাইওয়্যার' এবং অনুরূপ প্রযুক্তির ইস্যুতে রাহুল গান্ধী সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেছেন যে তিনি এ নিয়ে চিন্তিত নন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Congress, Rahul Gandhi, United States

বিদেশের মাটিতে দাঁড়িয়েও পেগাস্যাস নিয়ে মোদী সরকারকে চরম নিশানা করলেন রাহুল গান্ধী। ক্যালিফোর্নিয়ায় দাঁড়িয়ে পেগাসাস নিয়ে ফের সরব হয়েছেন কংগ্রেস নেতা। বুধবার সিলিকন ভ্যালির বিভিন্ন স্টার্টআপ সংস্থার উদ্যোক্তাদের মাঝে বক্তৃতা দেওয়ার সময় পেগাসাস ইস্যু ও ডেটা সুরক্ষা নিয়ে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন রাহুল গান্ধী।

Advertisment

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রয়েছেন। যেখানে তিনি অনাবাসী ভারতীয়দের সঙ্গে মত বিনিময়কালে মোদী সরকারকে নিশানা করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন লোকসভা থেকে তার সাংসদ পদ খারিজ হতে পারে তা তিনি কল্পনা করেননি। কিন্তু সাংসদ পদ খারিজ তাকে জনগণের সেবা করার একটি "বড় সুযোগ" দিয়েছে।

বুধবার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রদের উদ্দেশে ভাষণকালে মোদী সরকারকে নিশানা করেন রাহুল গান্ধী। এই সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিরোধী দলের ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে আদানি ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। পাশাপাশি রাহুল গান্ধী 'ভারত জোড়ো যাত্রা'র সাফল্যকেও সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, "আমি আমাদের লড়াই নিয়ে খুবই স্পষ্ট”।  

বুধবার প্লাগ অ্যান্ড প্লে অডিটোরিয়ামে সিলিকন ভ্যালি-ভিত্তিক স্টার্টআপ উদ্যোক্তাদের সঙ্গে কথা বলার সময়, কংগ্রেস নেতা ডেটা গোপনীয়তার বিষয়েও আলোচনা করেছিলেন। পেগাসাস স্পাইওয়্যারের সমস্যা সম্পর্কে বলতে গিয়ে তিনি “আমি মনে করি আমার আইফোন ট্যাপ করা হচ্ছে”।  তথ্যের গোপনীয়তার ওপর জোর সরকারের জোর দেওয়া উচিৎ। এবিষয়ে  নিয়ম প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা। এই সময় আচমকাই তার আইফোন বের করে ‘হ্যালো! মিস্টার মোদী’। তিনি বলেন, “যদি একটি দেশ সিদ্ধান্ত নেয় যে তারা আপনার ফোনে ট্যাপ করতে চায়, কেউ আপনাকে আটকাতে পারবে না। " রাহুল আবারও ভারত সরকারের বিরুদ্ধে তার ফোন ট্যাপ করার অভিযোগ তুলে, বলেছেন যে ডেটা সুরক্ষা একান্ত ভাবেই গুরুত্বপূর্ণ।

রাহুল গান্ধী তথ্যকে সোনার সঙ্গে তুলনা করে বলেছিলেন যে ভারতের মতো দেশগুলি এর আসল সম্ভাবনা উপলব্ধি করেছে। তিনি বলেন, "ডাটা সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে সঠিক নিয়মের প্রয়োজন আছে।" তবে পেগাসাস 'স্পাইওয়্যার' এবং অনুরূপ প্রযুক্তির ইস্যুতে রাহুল গান্ধী সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেছেন যে তিনি এ নিয়ে চিন্তিত নন। তিনি বলেছিলেন যে একটি সময় ছিল যখন তিনি জানতেন যে তার ফোন 'ট্যাপ' করা হচ্ছে।

rahul gandhi
Advertisment