Advertisment

মাসানজোর বাঁধে নীল সাদা রঙ করতে বাধা বিজেপি সরকারের

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল বলেন, "শুধু পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের নয়, ঝাড়খণ্ডের লোকও মমতা ব্যানার্জিকে ভয় পায়। তাদের জানা উচিত তৃণমূল দলের রঙ নীল সাদা নয়।"

author-image
IE Bangla Web Desk
New Update
Painting of Massanjore Dam in Dumka was stalled following protests by BJYM activists.

West Bengal and Jharkhand Massanjore Dam: ঝাড়খন্ডের দুমকা জেলায় অবস্থিত এই বাঁধটির রক্ষণাবেক্ষণের দায়ভার রয়েছে পশ্চিমবঙ্গের সেচ বিভাগের কাঁধে।

Massanjore Dam: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পছন্দের নীল সাদা রঙ করতে বাধা দিল বিজেপি সরকার। ১৯৫০ সালে তৈরি ঝাড়খন্ডের মাসানজোর বাঁধকে পুনরায় মেরামতি করে নিজের রাজ্যের রঙ করতে চেয়েছিল তৃণমূল। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নিজের রঙ করে দলের আধিপত্য বিস্তার করতে চাইছে, এমনই অভিযোগ করা হয়েছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘোর বিরোধিতা করে সম্পূর্ণ কাজ বন্ধ করে দিয়েছে বিজেপি।

Advertisment

ঝাড়খন্ডের দুমকা জেলায় অবস্থিত এই বাঁধটির রক্ষণাবেক্ষণের দায়ভার রয়েছে পশ্চিমবঙ্গের সেচ বিভাগের কাঁধে। ড্যামে রঙ করে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য হাস্যকর রাজনীতি করছে তৃণমূল সরকার, এমনটাই অভিযোগ বিরোধী পক্ষের। তবে এই অভিযোগ মানতে নারাজ রাজ্য সরকার। তাদের দাবি, যেহুতু বাঁধটির দেখভাল করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের, তাই এই দুটি রংই বেছে নেওয়া হয়েছে। এর নেপথ্যে কোন রাজনৈতিক চিন্তাভাবনা ছিল না। ময়ূরাক্ষী নদীর ওপর তৈরি মাসানজোর বাঁধটির দৈর্ঘ্য প্রায় ৫০০,০০০ একর ফিট। বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার কৃষকরা সেচের জন্য এই বাঁধের জলের উপর নির্ভরশীল।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল বলেন, "শুধু পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের নয়, ঝাড়খণ্ডের লোকও মমতা ব্যানার্জিকে ভয় পায়। তাদের জানা উচিত তৃণমূল দলের রঙ নীল সাদা নয়।" তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খন্ডের মাসানজোর বাঁধকে রক্ষণাবেক্ষণ করে রেখেছে, তাই অফিসিয়াল নিয়ম অনুযায়ী এখানেও নীল-সাদা রঙ করতে হবে। এতে অস্বাভাবিক কোন কিছুই নেই। অস্বাভাবিক যদি কিছু হয়, তা হল বিজেপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি।" গত বৃহস্পতিবার দুমকা এলাকায় ভারতীয় জনতা যুব মোর্চা কমিটির প্রধান নিভাস মন্ডলের নেতৃত্বে বন্ধ করে দেওয়া হয় রঙ করার কাজ।

Mamata Banerjee government paints Jharkhand’s Massanjore dam blue and white

ঝাড়খন্ড রাজ্যর বিজেপি মুখপাত্র প্রাতুল শাহ দেও বলেন, বাঁধের কারণে ঝাড়খন্ডের শতাধিক লোক ঘরছাড়া হয়েছিলেন, কিন্তু বাঁধের জল পশ্চিমবঙ্গের অধিবাসীরাই ব্যবহার করে থাকেন। ঝাড়খন্ডের মানুষজন কোনোরকম সুবিধা পান না। বাঁধ চুক্তি পুনরায় আলোচনা করা হোক, কারণ একটি বাঁধ জাতীয় সম্পত্তি, কোনো রাজনৈতিক দলের অন্তর্গত নয়। ওই কাঠামোর ওপর নিজের দলের রঙ করে যা বোঝাতে চাইছেন তা হাস্যকর রাজনীতি ছাড়া কিছুই নয়।

জবাবে পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র অবশ্য বিজেপিকে দোষারোপ করছেন। তিনি বলেছেন, অকারণে সমস্যা সৃষ্টি করছে তারা। তাঁর মতে, "বিজেপির নেতৃত্বাধীন দল কীভাবে বাঁধের কাজ বন্ধ করতে পারে? এই ধরনের কাজ আগে কখনো ঘটেনি। অকারণেই জোর করে রঙের কাজ বন্ধ করে দিয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা বিশ্ববাংলা লোগোটিও নিচে নামিয়ে দিয়েছে। আসামের মতো ভারতের বাকি অংশেও বিজেপি সমস্যা সৃষ্টির করছে।"

বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এফআইআর দায়ের করেছে, বীরভূমের জেলা ম্যাজিস্ট্রেট দুমকাতে তাঁর সমকক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, তবে ঝাড়খন্ড সরকার এই বিষয়ে এখনও অবধি নীরব। যথাসম্ভব আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত তৃণমূল সরকার। এমনটাই বলেছেন সৌমেনবাবু।

Mamata Banerjee trinamul bjp
Advertisment