Advertisment

Kejriwal: তিহার জেলে কেজরিওয়ালের সঙ্গে দেখা, ভেঙে পড়লেন মুখ্যমন্ত্রী, আনলেন মারাত্মক অভিযোগ

কেজরিওয়ালকে ২১ শে মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির আবগারি নীতি মামলায় গ্রেফতার করে।

author-image
IE Bangla Web Desk
New Update
ED asks Apple to help access CM Arvind Kejriwal’s phone

Arvind Kejriwal: মুখ্যমন্ত্রীর আইফোনে অ্যাক্সেস পাওয়ার জন্য ইডি আনুষ্ঠানিকভাবে ফোনের নির্মাতা অ্যাপলের সাথে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

কেজরিওয়ালকে ২১ শে মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির আবগারি নীতি মামলায় গ্রেফতার করে। বর্তমানে তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। এদিন কেজরিওয়ালের সঙ্গে দেখা করার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দাবি করেছেন,

“কাঁচের দেয়াল এতটাই ধোঁয়াটে ছিল যে একে অপরের মুখটুকু পর্যন্ত দেখতে পাইনি"।

Advertisment

মান এদিন বলেন, "আমি কেজরিওয়ালের সঙ্গে দেখা করার পর যখন তাঁকে জিজ্ঞেস করি তিনি কেমন আছেন? তখন কেজরি পাঞ্জাবের বিষয় নিয়ে জানতে চান। এর পাশাপাশি দেশে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের খুঁটিনাটিও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চান কেজরিওয়াল"।

মান এদিন কিছুটা বিক্ষোভের সুরে বলেন,"তিহার জেলে দাগী অপরাধীরাও যে সুযোগ-সুবিধা পায় কেজরিওয়ালকে সেটুকু সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। তার কি দোষ? তিনি স্কুল তৈরি করছেন। মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছেন। মানুষকে চিকিৎসা দিতে 'মহল্লা ক্লিনিক' খুলেছেন। তারা কেজরিওয়ালের সঙ্গে এমন আচরণ করছেন যেন কোন ভয়ংকর সন্ত্রাসবাদী জেলবন্দী রয়েছেন"।

মান আরও বলেছেন, "কেজরিওয়াল তাকে ইন্ডিয়া জোটের হয়ে দেশে প্রচার করতে বলেছিলেন। তিনি মনে করেন, সংবিধান রক্ষা হলেই দল বাঁচবে। মান বলেন, আম আদমি পার্টি ঐক্যবদ্ধ। “আমরা পাথরের মতো কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে আছি। আপ দেশজুড়ে একটি শক্তিশালী শক্তি হিসাবে আবির্ভূত হবে "।

Kejriwal
Advertisment