দিল্লির আফগারি নীতি মামলায় জেলবন্দী বন্দী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীকে আপাতত দ্রুত অন্তর্বর্তীকালীন জামিন দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট এই বিষয়ে ইডি-কে নোটিশ জারি করেছে এবং আগামী ২৪ এপ্রিলের মধ্যে ইডিকে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত পরবর্তীতে ২৯ এপ্রিল কেজরিওয়ালের আবেদনের শুনানি করবে। প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি, সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে হাজির হয়ে দাবি করেছেন যে কেজরিওয়ালকে লোকসভা নির্বাচনে প্রচারে বাধা দিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ-এ কেজরিওয়ালের আবেদনের শুনানি চলছে। লক্ষণীয় কেজরিওয়াল মদ কেলেঙ্কারিতে তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেন। কিন্তু তিনি হাইকোর্ট থেকে কোন স্বস্তি পাননি তিনি। এরপর কেজরিওয়াল সুপ্রিম কোর্টে আবেদন করেন।
লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের আবেদন খারিজ করে দেয় এবং কোনপ্রকার ত্রাণ দিতে অস্বীকার করেছিল। আবগারি নীতি সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় কেজরিওয়াল তাঁর গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছিলেন। আদালত বলেছে, যে বারবার সমন সত্ত্বেও, কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হননি এবং তদন্তে কোন প্রকার সহযোগিতা করেনি। দিল্লি আফগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ২১ শে মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল। তিনি বর্তমানে ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে তিহার জেলে বন্দী রয়েছেন।