Advertisment

'তৃণমূল পচে গিয়েছে', পত্রবোমা শুভেন্দুর

বিজেপি-তে যোগ দেওয়ার ঠিক আগেই তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিজেপি-তে যোগ দেওয়ার ঠিক আগেই তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী৷ চিঠিতে শুভেন্দু লিখেছেন, 'তৃণমূলে পচন ধরেছে৷ গত ১০ বছরে দলে কোনও পরিবর্তন হয়নি৷' শুভেন্দু বিস্ফোরক অভিযোগ, 'ব্যক্তি স্বার্থেই এখন তৃণমূল চলছে।'

Advertisment

জানা গিয়েছে, পুরোন দলের কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশে ইংরেজিতে ৬ পাতার চিঠি লিখেছেন শুভেন্দু৷ কেন তিনি তৃণমূল ছাড়লেন, তা স্পষ্ট করার জন্যও এই চিঠি লিখা হয়েছে৷ চিঠিতে শুভেন্দু আরও অভিযোগ করেছেন, তিনি চেষ্টা করেও গত দশ বছরে দলে পরিবর্তন আনতে পারেননি৷ উন্নতি করতে পারেননি৷ দলের প্রতিষ্ঠাতা সদস্যরাই এখন তৃণমূলে কোণঠাসা বলেও চিঠিতে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী৷

মেদিনীপুরের সভায় অমিত শাহের সভায় রয়েছেন শুভেন্দ্ু অধিকারী। একটু পরেই বক্তব্য পরাখবেন। সভা থেকেও শুভেন্দু মুখ খুলতে পারেন বলে অনুমান করা হচ্ছে৷

উল্লেখ্য, ২৭ নভেম্বর মন্ত্রিত্ব ত্যাগের পর গত বৃহস্পতিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দলের সদস্যপদ ছেড়েছিলেন শুভেন্দু৷ তার একদিন আগে ছেড়েছিলেন বিধায়ক পদ। যদিও 'অনিয়মে'র কথা বলে সেই ইস্তফা গ্রহণ করেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suvendu Adhikari
Advertisment