পুরভোটে জোড়া-ফুলের রমরমা। তার মধ্যেই কাঁটা হয়ে বিঁধছে বিভিন্ন পুরসভায় বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের জয়। পুর-ফলের নিরিখে রাজ্যের চার পুরসভা এখন ত্রিশঙ্কু। এইগুলিতে ফ্যাক্টর হয়েছেন নির্দল প্রার্থীরা। অন্যদিকে ৮টি পুরসভায় প্রধান বিরোধী হিসাবে মাথাচাড়়া দিয়েছে জয়ী নির্দলরা। নির্দলদের বেশিরভাগই জোড়া-ফুলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ান, যাঁদের বহিষ্কার করেছে শাসক দল।
ভোট মিটল, বেশ কয়েকটিতে বোর্ড গড়তে শাসকের প্রয়োজন জয়ী নির্দলদের সমর্থন। এবার তাহলে বিক্ষুব্ধ জয়ী নির্দলদের নিয়ে কী অবস্থান হবে তৃণমূলের? তা নিয়ে জোর জল্পনা।
আরও পড়ুন- নির্দল বড় বালাই, বঙ্গে বিপুল সবুজ ঝড়েও ভাগ্য ঝুলে ৪ পুরসভার
দলের নেতা কুণাল ঘোষ বলেছেন, 'বিক্ষুব্ধ নির্দলদের সমর্থন নিয়ে তৃণমূল বোর্ড গড়বে না। প্রয়োজনে আগে শাসক দলে ছিলেন না, এমন জয়ী নির্দল প্রার্থীদের সমর্থন নেওয়া যেতে পারে। তবে সবটাই গণতন্ত্রের স্বার্থে পরিবেশ-পরিস্থিতির উপর নির্ভর করছে।' কুণালবাবুর বলা কথায় শেষের বাক্যেই ওই চার পুরসভায় রাজনৈতিক সমীকরণ অদলবদলের যাবতীয় রসদ লুকিয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কুণালের ঘন্টাখানেকের মধ্যেই জয়ী নির্দলদের নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। বারাণসী যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নির্দল নিয়ে দল সিদ্ধান্ত নেবে। মাত্র কয়েকজন আছে। ওসব রাজ্য কমিটি ঠিক করবে।'