Advertisment

আন্দ্রে রাসেলকে নিয়ে ব্যাপক চিন্তায় KKR! দুঃসাহস দেখিয়ে বাদ দেওয়া হতে পারে সুপারস্টারকে

রবিবার মুম্বই ম্যাচেই হয়ত বাদ আন্দ্রে রাসেল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আন্দ্রে রাসেল যেন অতীতের ছায়ামাত্র। চলতি আইপিএলে প্ৰথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৯ বলে ৩৫ করেছিলেন। তারপর ব্যাটে তাঁর অবদান বলতে ০ এবং ১। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে রাসেল করলেন ৬ বলে ৩।

Advertisment

ব্যাটে শোচনীয় ব্যর্থ হওয়ার পাশাপাশি রাসেল নাইটদের।বিপদ বাড়ালেন চোট পেয়ে। প্ৰথম তিন ম্যাচে বল করানো হয়নি তারকাকে। তবে হায়দরাবাদের বিপক্ষে ১৩ ওভারের স্পেলে ৩ উইকেট নিয়ে যান তারকা।

ইডেনের ব্যাটিং সহায়ক উইকেটে রাসেল নিজের প্ৰথম ওভারেই কেকেআরকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। পঞ্চম ওভারের প্ৰথম বলে মায়াঙ্ক আগারওয়ালকে আউট করার পর সেই ওভারেই রাসেলের শিকার রাহুল ত্রিপাঠি।

ফিটনেস ইস্যুতে জর্জরিত তারকা নিজের দ্বিতীয় ওভার শেষ করতে সমস্যায় পড়ছিলেন। ১৯তম ওভারে নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে প্ৰথম বলেই তুলে নিয়েছিলেন অভিষেক শর্মাকে। তবে তারপরেই মাসলে ক্র্যাম্প লাগায় যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। মাঠ ছাড়তে হয় যন্ত্রণার মধ্য দিয়ে। ব্যাট করতে নেমে এরপরে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।

এমনিতে রাসেলের ব্যাটিং ফর্ম কেকেআরের উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যেই তারকার ফিটনেস ইস্যুতে টিম ম্যানেজমেন্টের কপালে নতুন ভাঁজ।

গত কয়েক সিজন ধরেই রাসেল ফিটনেস ইস্যুতে ভুগছেন। এমনকি নাইট রাইডার্স রিকভারি সেশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রেও।পাঠিয়েছিল দলের সুপারস্টারকে। তবে এখনও ফিট নন তিনি। শুক্রবারের ম্যাচের পরেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।

আইপিএলে খেলতে আসার আগে রাসেল বিপিএল এবং বিগব্যাশ লিগেও খেলেছেন। এবং ধারাবাহিকতার অভাবে ভুগেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৩ ইনিংসে মাত্র ৪৫ করেছিলেন। বিগব্যাশ লিগেও আন্ডারপারফর্ম করেছেন।

শেষ ১০ ইনিংসে মাত্র ২৬৪ করেছেন। দুটো ডাক করেছেন। প্রবল ধারাবাহিকতার অভাবে ভুগছেন।

কেকেআরের হয়ে এখনও রিজার্ভে বসে রয়েছেন জেসন রয়, লিটন দাসের মত তারকারা। দুজনকে বাইরে রেখেই হায়দরাবাদের বিরুদ্ধে দল সাজিয়েছিল কেকেআর। চার ম্যাচে দুটো হার হজম করে কেকেআর হঠাৎ করেই জয়ের মোমেন্টাম হারিয়ে ফেলল শুক্রবার। ৪৮ ঘন্টার মধ্যেই কেকেআর খেলতে নামছে মুম্বইয়ের বিপক্ষে। রবিবার দুপুরে কার্যত অনুশীলন ছাড়াই খেলতে নামবে কেকেআর। রোহিতদের বিপক্ষে অফফর্মে থাকা আন্দ্রে রাসেলকে খেলানোর ঝুঁকি নেবে কেকেআর, সেটাই এখন দেখার।

IPL KKR Andre Russell Kolkata Knight Riders
Advertisment