দিল্লি ক্যাপিটালসের হয়ে নেতা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। দল-ও বারবার হারছে। এমন অবস্থায় ওয়ার্নারকে সমালোচনায় ধুয়ে দিলেন বীরেন্দ্র শেওয়াগ এবং সুনীল গাভাসকার। রয়্যালসের ১৯৯ রান চেজ করতে নেমে ওয়ার্নার আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।
ম্যাচে ওয়ার্নার ৬৫ রান করলেও স্ট্রাইক রেট মাত্র ১১৮.১৮। ক্যাপিটালসের হয়ে ওয়ার্নার বাদে রান পেয়েছেন ললিত যাদব (২৪ বলে ৩৮)। তবে ওয়ার্নারের ৬৫ রানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শেওয়াগ, গাভাসকার।
আরও পড়ুন: জয়ী একাদশেও বদল KKR-এর! বাদ বিদেশি সুপারস্টার, অভিষেকের পথে চমকে দেওয়া প্রতিভা
বিস্ফোরকভাবে শেওয়াগ বলে দিয়েছেন, "আমার মনে হয় ইংরেজিতে ওঁকে সোজাসুজি বলার এটাই সেরা সময় যাতে ওয়ার্নারের এটা শুনে খারাপ লাগতে পারে। ডেভিড তুমি যদি আমাদের কথা শুনে থাক, আমাদের স্পষ্ট বক্তব্য, তোমাকে ভালো খেলতে হবে। ২৫ বলে ৫০ করতে হবে। জয়সোয়ালের কাছ থেকে শেখো কীভাবে ব্যাটিং করতে হয়। যদি না পারো, আইপিএলে খেলতে এসো না।"
"ওয়ার্নার ৫০-৫৫ করার বদলে ৩০ করে আউট হয়ে যায়, সেটা দলের পক্ষেই ভালো হবে। রভম্যান পাওয়েল, অভিষেক পোড়েলের ব্যাটাররা আরও ওপরে, আরও আগে এসে খেলতে পারে। দলের ওঁরাই বিগ হিটার। ওঁরা যখন ব্যাট করতে নামছে কার্যত কোনও বল-ই আর বেঁচে থাকছে না।"
আরও পড়ুন: বারবার ঠিক-ই সুযোগ পেয়ে যায়, তবু IPL পারফরম্যান্স লবডঙ্কা! KKR তারকাকে ধুয়ে দিলেন গাভাসকার
হারের জন্য ওয়ার্নারকে দায়ী করেছেন গাভাসকার-ও। তিনি সাফ জানাচ্ছেন, "যদি কেউ ৮ বলে ৮ করে আউট হয়ে যায়। তাহলে ঠিক রয়েছে। অন্তত, আত্মপক্ষ সমর্থনে বলা যাবে, ছন্দ পাওয়ার আগেই আউট হয়ে গিয়েছে। কিন্তু তুমি তো এখানে ক্যাপ্টেন। পর্যাপ্ত অভিজ্ঞতাও রয়েছে। এই তো দেখলাম ও নাকি ৬০০০ আইপিএল রান সংগ্রাহকদের মধ্যে দ্রুততম। পরিসখ্যান তো ভাবতেই পারবে না এরকম ইনিংসও খেলেছে ওয়ার্নার।দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন না হলে ওঁকে তুলে নেওয়া হত। একজন ভারতীয় ক্রিকেটার হলে ওঁর কেরিয়ারই খতম হয়ে যেত। হয়ত এটাই তাঁর শেষ ম্যাচ হাতে পারত। এই হারের জন্য ওয়ার্নারকে দায়িত্ব নিতে হবে।"
Read the full article in ENGLISH