/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/warne-Lead.jpg)
আগামী এক বছর গাড়ি চালাতে পারবেন না ওয়ার্ন (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)
নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার ও ক্রিকেট বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বোলার শেন ওয়ার্ন। ক্রিকেট কেরিয়ারে অজস্র বিতর্কে জড়িয়েছেন স্পিনের জাদুকর। ক্রিকেটকে বিদায় জানালেও, বিতর্ককে আলবিদা বলতে পারেননি প্রাক্তন অজি স্পিনার। ফের একবার নয়া বিতর্কে শেন। যার জেরে আগামী এক বছর আর গাড়ি চালাতে পারবেন না তিনি।
আরও পড়ুন: আত্মজীবনীতে বিস্ফোরক ওয়ার্ন, কী বললেন তিনি স্টিভ ওয়াকে নিয়ে!
-->অস্ট্রেলিয়ার ম্য়াজিস্ট্রেট কোর্ট জানিয়েছে লন্ডনের যে, রাস্তায় ঘণ্টায় সর্বোচ্চ ৪০ মাইল (৬৪ কিমি) গতিবেগে গাড়ি চালানোর অনুমোদন রয়েছে, ওয়ার্ন সেখানেই গত বছর ৪৭ মাইল প্রতি ঘণ্টায় জাগুয়ার গাড়ি ছুটিয়েছিলেন। গত ২৩ অগাস্ট ওয়ার্নের শুনানি ছিল আদালতে। কিন্তু তিনি আসেননি। ওয়ার্নকে যার জন্য় ১৮৪৫ পাউন্ড জরিমানা দিতে হবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৬২ হাজার টাকা।
আরও পড়ুন: ‘সপ্তম আশ্চর্য’! কাশ্মিরী বোলারকে ওয়ার্নের কুর্নিশ