Advertisment
Mohammed Siraj
মহম্মদ সিরাজ টিম ইন্ডিয়ার একজন ডানহাতি ফাস্ট বোলার। ১৩ মার্চ ১৯৯৪ সালে হায়দরাবাদে জন্মগ্রহণকারী সিরাজ ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেন। ৭ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন সিরাজ। ছোটবেলায় তিনি টেনিস বল নিয়ে খেলতেন। ২০১৫-য় তিনি চামড়ার বল দিয়ে খেলা শুরু করেন। টিম ইন্ডিয়াতে মিঁয়া নামে পরিচিত মহম্মদ সিরাজ হায়দরাবাদের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। হায়দরাবাদের হয়ে অনূর্ধ্ব-১৯ খেলার পর, তিনি সিনিয়র দল এবং রঞ্জি ট্রফিতে সুযোগ পান। ১৫ নভেম্বর ২০১৫-এ সিরাজের প্রথম শ্রেণিতে অভিষেক হয়। তিনি ২০১৫/১৬ সিজনে রঞ্জি ট্রফি খেলেছিলেন। এর পরে, সৈয়দ মুস্তাক আলি ট্রফির মাধ্যমে ২০১৬-য় টি-টোয়েন্টিতে অভিষেক হয়। রঞ্জি ট্রফির ২০১৬/১৭ মরশুমে সিরাজ সর্বোচ্চ ৪১ উইকেট নয়ন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পর, সিরাজ ২০১৭ সালে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক অভিষেকের সুযোগ পান। অভিষেকে সিরাজ অনেক খরুচে বোলিং করেন। তিনি ৪ ওভারে ৫৩ রান খরচ করেন মাত্র ১ উইকেট নেন। ২০১৭ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর, সিরাজ ২ বছর পর ২০১৯-এ জানুয়ারিতে ওডিআই অভিষেকের সুযোগ পান। সিরাজের ওডিআই অভিষেক হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিরাজের ওয়ানডে অভিষেকটাও স্মরণীয় করে রাখতে পারেননি। ওয়ানডে অভিষেকে কোনও উইকেট পাননি তিনি। ২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় সিরাজের। অভিষেক টেস্টে দুই ইনিংসেই সিরাজ নেন ৫ উইকেট। ২০২০ সালের পর সিরাজকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তিন ফরম্যাটে জাতীয় দলের হয়ে অপরিহার্য বোলার হয়ে ওঠেন। একই বছর, মহম্মদ সিরাজও আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার হন। ১৮ জুন ২০২৩ পর্যন্ত সিরাজ ২ নম্বরে রয়েছেন। মহম্মদ সিরাজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। তার আইপিএল পরিসংখ্যানও চমৎকার। ২০১৭ সালে সিরাজের আইপিএল অভিষেক হয়। সিরাজকে প্রথমে সানরাইজার্স হায়দরাবাদ ২.৬০ কোটি টাকায় কিনেছিল। হায়দরাবাদের হয়ে মাত্র একটি মরশুম খেলেন সিরাজ। ২০১৮ সালের পর সিরাজ আরসিবির হয়েই খেলছেন। আইপিএলে ৭৯ ম্যাচে ৭৮ উইকেট নিয়েছেন তিনি।
কুলদীপের টুঁটি চিপে ধরলেন সিরাজ, ভারতীয় ড্রেসিংরুমের ঝামেলার ভিডিওয় বিতর্ক তুঙ্গে
Feb 07, 2021 11:15 IST
2 Min read
Advertisment