New Update
Advertisment
আবাক কাণ্ড! পেটে খুব ব্যথা, তাই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন বীরভূমের রুনি খাতুন। ডাক্তারবাবু বেশ কয়েকবার পরীক্ষা করে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন। এরপর পেট কাটতেই চক্ষু চড়ক গাছ শল্য চিকিৎসকদের। পেটের মধ্যে তো রীতিমতো অলঙ্কারের দোকান সাজিয়ে বসেছেন রুনি খাতুন! রোগীর পেট থেকে এক এক করে মেলে অসংখ্য গয়না-সহ ৯০টি ১০টাকা ও ৫টাকার কয়েন। হাসপাতাল সূত্রে খবর, রুনি খাতুনের পেট থেকে উদ্ধার হয়েছে মোট ১.৬৮ কেজি অলঙ্কার। জানা গিয়েছে, বীরভূমের মাড়গ্রামের বাসিন্দা রুনি খাতুন মানসিক ভারমাম্যহীন। তাঁর ভাইয়ের একটি মনোহারী দোকান আছে। সেখান থেকেই এইসব অলঙ্কার উদরস্থ করেছেন রুনি। অবশেষে ডাঃ সিদ্ধান্থ বিশ্বাসের নেতৃত্বে অস্ত্রপচার সফল হয়।