Advertisment

দৃষ্টিহীন হয়েও জারি ছিল লড়াই, কার্ট থেকে তিনশো কোটির মালিক ভাবেশের কাহিনী চমকে দেবে   

তাঁর গল্প অনেকেই আগামীর পথ দেখাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Anand Mahindra,Bhavesh Bhatia,भावेश भाटिया,Industrialist Anand Mahindra,Anand Mahindra new pic,Anand Mahindra best tweets,Anand Mahindra tweet,Anand Mahindra post

দৃষ্টিহীন হয়েও জারি ছিল লড়াই, কার্ট থেকে তিনশো কোটির মালিক ভাবেশের কাহিনী চমকে দেবে

দৃষ্টিহীন হয়েও হাল ছাড়েননি। লড়াই করে গিয়েছে প্রতিনিয়ত নিজের সঙ্গে, ভাগ্যের সঙ্গে এমনকী বাস্তব পরিস্থিতির সঙ্গে। আর লড়াই শেষে জয়ী তিনি। তাঁর গল্প অনেকেই আগামীর পথ দেখাবে। দৃষ্টিহীন হয়েও গড়েছেন নিজের কোম্পানি। আর সেই কোম্পানির টার্নওভার শুনে চমকে উঠবেন। বর্তমানে সংস্থার বার্ষিক টার্নওভার সাড়ে তিনশো কোটির বেশি। দৃষ্টিহীন প্রতিবন্ধী এই শিল্পপতির গল্প শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা।

Advertisment

২৮ বছর আগে মহাবালেশ্বরের একটি কার্টে 'সানরাইজ ক্যান্ডেল' শুরু করেছিলেন ভাবেশ ভাটিয়া। আজ তিনি কোটি টাকা মালিক। কোম্পানির বার্ষিক টার্নওভার  ৩৫০ কোটি টাকা, ৯৭০০ জন অন্ধকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছেন তিনি। সকল প্রতিবন্ধকতাকে হারিয়ে জীবন যুদ্ধে জয়ী হয়েছে ভাবেশ।

পাঁচ লাখের বেশি ভিউ এসেছে এই ভাইরাল এই ভিডিওটিতে। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, ওনার কাহিনীতে আমি একেবারে মুগ্ধ। ভাবেশের যাত্রা তার সংকল্প এবং উদ্ভাবনের শক্তির সাক্ষ্য। তার স্টার্ট-আপ প্রকৃত চেতনার প্রতীক, তার কাহিনী অন্যদের অনুপ্রাণিত করবে। এগিয়ে যাও, ভাবেশ’। অপরজন লিখেছেন, 'ভবেশ স্যার, শুধু আমাদের সবাইকেই অনুপ্রাণিত করেন না, তিনি আমাদের নতুন প্রজন্মের আইকনও।'

Ananda mahindra
Advertisment