Advertisment

বর্তমান-প্রাক্তনী মিলিয়ে গ্রেফতার যাদবপুরের আরও ৬, জানুন ধৃতদের পরিচয়

মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে বিভিন্ন জেলা থেকে এঁদের গ্রেফতার করে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Police hare streeet ps arrest south point school trustee member krishna damani money fraud , কলকাতা পুলিশ হেয়ার স্ট্রিট থানা গ্রেফতার কৃষ্ণ দামানি সাউথ পয়েন্ট ট্রাস্টি মেম্বার অর্থিক প্রতরণার অভিযোগ

আগামী সপ্তাহে শুরু এবছরের সিবিএসই পরীক্ষা। তার আগেই এই ঘটনায় শোরগোল পড়েছে।

যাদবপুরে পড়ুয়া মৃত্যু কাণ্ডে বুধবার আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৩ বর্তমান পড়ুয়া ছাড়াও রয়েছেন ৩ জন প্রাক্তনী। এই নিয়ে যাদবপুরকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। ধৃত ৬ জন ঘটনার পর হস্টেল ছেড়ে পালিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে বিভিন্ন জেলা থেকে এঁদের গ্রেফতার করে পুলিশ।

Advertisment

নতুন গ্রেফতার ছাত্র ও প্রাক্তনীদের পরিচয় কী?

পুলিশ সূত্রে ধৃত ৬ জনের যে পরিচয় মিলেছে তার মধ্যে ৩ বর্তমান পড়ুয়া, বাকিন ৩ জন যাদবপুরের প্রাক্তনী।

ধৃত বর্তমান পড়ুয়াদের পরিচয়-

  • অঙ্কন সর্দার- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া (বাড়ি- রাজারহাটের নারায়ণপুরে)
  • মহম্মদ আরিফ- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া (বাড়ি- জম্মু-কাশ্মীরে)
  • আসিফ আজমল- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়া (বাড়ি- আসানসোলে)

ধৃত প্রাক্তনীদের পরিচয়-

  • অসিত সর্দার- সংস্কৃত বিভাগের চলতি বছরের পাস আউট (বাড়ি- কুলতলি)
  • সুমন কাঞ্জিলাল- এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রাক্তনী (বাড়ি- মন্দিরবাজার)
  • সপ্তক ক্যামিলা- এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রাক্তনী (বাড়ি- এগরা)

যাদপুরের হস্টেলে নবাগত পড়ুয়া মৃত্যু কাণ্ডে এর আগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ হেফাজতে রয়েছেন যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী এবং বর্তমান দুই আবাসিক পড়ুয়া মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত।

ধৃতদের বিরুদ্ধে পুলিশের কীঅভিযোগ?

ধৃতরা জিজ্ঞাসাবাদের সময় বয়ানের বাঁধা গৎ বলছিলেন। যা ছিল আবাসিক প্রাক্তনীদের শেখানো বুলি। ঘটনার পর বেশ কয়েকজনের তড়িঘড়ি হস্টেল ছাড়ায় সন্দেহ বাড়ে পুলিশের। এরপরই মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এই ৬ জনকে তাঁদের জেলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- যাদবপুর কাণ্ড: পুলিশের নজরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা, তলব ডিন অফ স্টুডেন্টস-রেজিস্ট্রারকে

আরও পড়ুন- ‘ব়্যাগিং’য়ের আগে কী হয়েছিল নবাগত পড়ুয়ার সঙ্গে? জেরায় সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য

kolkata police swapnadeep kundu Jadavpur University
Advertisment