Kanchanjunga Express Accident: ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জখম কন্যা শিশুর মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো। ছয় বছরের ওই কন্যা শিশুর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর চিকিৎসা চলছিল শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ওই শিশুর মৃত্যুর খবর মালদার চাচোলের গ্রামের বাড়িতে জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার পর এদিন চাচোল মহকুমা প্রশাসন এবং স্থানীয় তৃণমূল বিধায়ক রহিম বক্সি শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কন্যা শিশুর নাম স্নেহা মণ্ডল। তার বয়স ৬ বছর। চাঁচোল - ২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কালিগঞ্জ গ্রামে ওই শিশুর বাড়ি। শিশুটির বাবা পেশায় স্কুল শিক্ষক মহিলাল মণ্ডল, তাঁর মা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা ছবি মণ্ডল। একমাত্র শিশুকন্যা স্নেহাকে নিয়ে কয়েকদিন আগেই দার্জিলিং ঘুরতে যান মণ্ডল দম্পতি। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু ফেরার সময় ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।
সেই দুর্ঘটনায় অন্যান্যদের সাথে মহিলাল, তাঁর স্ত্রী ছবিদেবী এবং একমাত্র মেয়ে স্নেহা গুরুতর আহত হয়। ঘটনার পর তাঁদের তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভরতি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ছয় বছরের শিশুকন্যা স্নেহার মৃত্যু হয়।
আরও পড়ুন- Kanchanjunga Express Train Accident Live Updates: হাসপাতালে মৃত্যু ৬ বছরের শিশুকন্যার, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল
অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন মালদার কালিয়াচকের এক কলেজ ছাত্রী। আহত ছাত্রীর নাম মধুমিতা সাহা (২০)। সে জলপাইগুড়িতে ফার্মেসি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বুকে ব্যথা নিয়ে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী। আহত ছাত্রীর বাড়ি কালিয়াচক ৩ ব্লকের নতুনটোলা এলাকায়।
এদিকে সোমবার রাতের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর মালদা টাউন স্টেশনে ডাউন শিয়ালদাগামী
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে পৌঁছালে যাত্রীরা চরম বিক্ষোভ দেখান। রেলের স্বাভাবিক পরিষেবা না পেয়েও অসন্তোষ প্রকাশ করেন অনেক যাত্রী।
দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বহু যাত্রী শিলিগুড়ি থেকেই বিভিন্ন যানবাহনে নিজেদের গন্তব্যস্থলে চলে যান। শিলিগুড়ি থেকে মালদায় টাউন স্টেশনে আসার পর বিকল্প কোনও ট্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে দুর্ঘটনার কবলে পড়া ওই অভিশপ্ত ট্রেনে করে শিয়ালদহে অনেকেই যেতে চাননি।
আরও পড়ুন- Kanchanjunga Express: ইদ ভুলে কাঞ্চনজঙ্ঘার দুর্গতদের উদ্ধারে গোটা গ্রাম, মমিরুলদের ‘কুরবানি’ যেন সার্থক
এদিকেই এই পরিস্থিতির পর রাতেই ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে আসার পর অধিকাংশ যাত্রীদের সঙ্গে কামরায় গিয়ে দেখা করে কথা বলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গেও যাত্রীদের সমস্ত সমস্যার বিষয় নিয়েও কথা বলেন পূর্ব রেলের মালদার ডিআরএম বিকাশ চৌবে । পরে নির্দিষ্ট সময়ের অনেক দেরিতেই মালদা টাউন স্টেশন থেকেই ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহের জন্য রওনা দেয়।