Advertisment

Niti Ayog: বিপথে চালিত করতেই মাইক বন্ধের অভিযোগ মমতার: কেন্দ্র

Niti Ayog-PIB: শনিবার নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,“বাজেটে কিছু নেই, এটা বলতে গেলেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে বলতে দেওয়া হয়নি। চন্দ্রবাবু নাইডুকে ২০ মিনিট বলতে দেওয়া হয়। অসম, ছত্তীশগড়, গোয়ার মুখ্যমন্ত্রীরা ১০-১২ মিনিট করে বলেছেন।"

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata's allegation of shutting down mike in Niti Aayog meeting is not true, says Central govt, মমতা ব্যানার্জি, নীতি আয়োগ, পিআইবি

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।

Niti Ayog-Mamata Banerjee: নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা মাইক বন্ধের অভিযোগ আসলে 'বিপথে চালিত করা'র মতো, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি যাচাই করে দেখেছে প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB)।

Advertisment

শনিবার দিল্লিতে নীতি আয়োগের (Niti Ayog) বৈঠকে যোগ দিয়েও শেষমেশ তা বয়কট করে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, তিনি বলা শুরু করার পরপরই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁকে বলতে দেওয়া হবে না বলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তোলা মারাত্মক এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে।

এর পরেই আসরে নামে কেন্দ্রীয় সরকার। দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক হয় শনিবার। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় 'সময় শেষ' বলে ঘড়িতে দেখানো হয়েছিল। তিনি ইচ্ছাকৃতভাবে মাইক বন্ধের যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাবি বিভ্রান্তিমূলক বলেও পাল্টা জানিয়েছে PIB।

আরও পড়ুন- Mamata Banerjee: ‘আর কোনওদিন আসব না’, নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মমতা! কেন?

PIB-এর তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি 'বিভ্রান্তিকর' বলে লেখা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তাঁর দাবির মধ্য দিয়ে বিপথে চালিত করার চেষ্টা করছেন বলেও মনে করে PIB। PIB-র তরফে লেখা হয়েছে, "নীতি আয়োগের বৈঠক চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এই বক্তব্যের মধ্যে দিয়ে আসলে বিপথে চালিত করা হয়েছে। ঘড়িতে সময় শেষ বলে দেখানো হয়েছিল। তবে কোনও ঘণ্টা বাজানো হয়নি। "

আরও পড়ুন- Medical Students: জানেন পশ্চিমবঙ্গ থেকে বহু পড়ুয়া কেন বাংলাদেশে ডাক্তারি পড়তে যান? জানলে চমকে যাবেন!

উল্লেখ্য, শনিবার নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,“বাজেটে কিছু নেই, এটা বলতে গেলেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে বলতে দেওয়া হয়নি। চন্দ্রবাবু নাইডুকে ২০ মিনিট বলতে দেওয়া হয়। অসম, ছত্তীশগড়, গোয়ার মুখ্যমন্ত্রীরা ১০-১২ মিনিট করে বলেছেন। বৃহত্তর স্বার্থে বৈঠকে যোগ দিয়েছিলাম। বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছি। আরও কিছু বলতে চেয়েছিলাম। বলতে দেওয়া হয়নি। ৫ মিনিটের মধ্যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়।"

আরও পড়ুন- Hilsa Fish: এখবরে ইলিশপ্রেমী বাঙালি আহ্লাদে আটখানা হবেই! আর ক’দিনেই দাম কত কমতে পারে জানেন?

Mamata Banerjee NITI Aayog Modi Government
Advertisment