Advertisment

Mob Lynching: গণপিটুনির 'রোগ' সারছে না! মানসিক ভারসাম্যহীন মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে অকথ্য অত্যাচার

অভিযোগ, গোসাবা থানার সিভিক ভলেন্টিয়ারদের কয়েকজন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অত্যাচার দেখলেও তাঁকে উদ্ধার করার কোনও উদ্যোগ নেয়নি। দীর্ঘক্ষণ মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mob Lynching: গণপিটুনির 'রোগ' সারছে না! মানসিক ভারসাম্যহীন মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে অকথ্য অত্যাচার

গোসাবা থানার অন্তর্গত ৪ নম্বর কচুখালি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

Mob Lynching: মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ গোসাবায়। গোসাবা থানার অন্তর্গত ৪ নম্বর কচুখালি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

Advertisment

ছেলেধরা সন্দেহে রবিবার বিকেলে বছর পঞ্চাশের ঐ মহিলাকে ধরেন গ্রামবাসীরা। তারপর ইলেকট্রিক পোস্টে বেঁধে চলে অকথ্য অত্যাচার। আরও অভিযোগ, গোসাবা থানার সিভিক ভলেন্টিয়ারদের কয়েকজন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অত্যাচার দেখলেও তাঁকে উদ্ধার করার কোনও উদ্যোগ নেয়নি। দীর্ঘক্ষণ মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা।

খবর পেয়ে গোসাবার বেলতলি ক্যাম্পের এক পুলিশকর্মী ঘটনাস্থলে গিয়ে ঐ মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটা নার্সিংহোমে ভর্তি করেন। এই ঘটনায় নিন্দার ঝড় সব মহলে। দোষীদের শাস্তির দাবি করছেন সকলেই। কুসংস্কারের বশবর্তী হয়ে এই ধরনের ঘটনা বলেও দাবি তাঁদের।

আরও পড়ুন সরকারি দফতরেই বিরাট জালিয়াতি! জোচ্চুরি সামনে আসতেই তুমুল হইচই

এই অত্যাচারের ভিডিও মঙ্গলবার থেকে ভাইরাল হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে গোসাবা থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত থাকার অপরাধে শত্রুঘ্ন সিং ও ঠাকুরপদ মাঝি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার আলিপুর আদালতে তোলা হয়।

Mob Lynching West Bengal Lynching South 24 Pgs
Advertisment