Mukul Roy Unwell: অসুস্থ মুকুল রায়। কাঁচরাপাড়ার বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে কলকাতার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মুকুল-পুত্র শুভ্রাংশু রায় বলেছেন, 'বাবা খুবই অসুস্থ। ওনার সুগার লেভেল বেড়েছে। এছাড়া পারকিনসনস ও ডিমেশনশিয়া রোগ আছে। বিগত কয়েকদিন ধরেই বাবা ভাল করে খাচ্ছিলেন না। ফলে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন। সেই সূত্রেই মনে হয় অসুস্থ হয়ে পড়েছেন।'
পরিবার সূত্রে খবর, এ দিন দুপুর অসুস্থ মুকুল রায়কে দেখতে তাঁর বাড়িতে যান চিকিৎসক। তারপরই পরিস্থিতি বিবেচনা করে বিজেপি বিধায়ককে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়।
গত কয়েক বছর ধরেই অসুস্থ মুকুল রায়। গত বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
সাম্প্রতিক বঙ্গ রাজনীতিতে মুকুল রায়কে 'চাণক্য' বলে অবিহিত করা হয়। তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। রাজ্যে পালা বদল, ২০১১ পরবর্তী সময়ে জোড়-ফুলের পাপড়ি বিস্তারের নেপথ্যে মুকুল রায়ের হাত ছিল। পরে ২০১৭ সালে বিজেপিতে যোগদান করেন মুকুল। তাঁকে 'গদ্দার' বলে দেগে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি মুকুলকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছিল। ২০১৯ সালে এ রাজ্য়ে পদ্ম শিবিরের সাফল্যের পর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী করে ভোট ময়দানে নামায় বিজেপি। কষ্ণনগর উত্তর থেকে জয় পান তিনি। তবে ভোটের ফলাফল প্রকাশের দেড় মাসের মধ্যেই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফের তৃণমূলে যোগদান করেন মুকুল রায়।
তবে বিধায়ক পদ ছাড়েননি পোড়খাওয়া এই রাজনীতিক। মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে সোচ্চার হন শুভেন্দু অধিকারীরা। এই সময়ই মুকুলকে পিএসি চেয়ারম্যান করেন বিধানসভার অধ্যক্ষ। প্রতিবাদ করেন বিজেপি বিধায়করা। মামলা গড়ায় আদালতে। শেষপর্যন্ত, ফের দিল্লিতে গিয়ে নিজেকে বিজেপি বিধায়ক বলে দাবি করেন মুকুল রায়।
বর্তমানে কার্যত ঘরবন্দি মুকুল রায়। সক্রিয় বঙ্গ রাজনীতির সঙ্গে তাঁর তেমন আর যোগ নেই।