Advertisment

East-West Metro: গঙ্গার নীচে মেট্রো যাত্রা পুরো জমে ক্ষীর! বিনোদনের ঢালাও আয়োজন এবার হাতের মুঠোয়

মেট্রো যাত্রীদের জন্য আরও এক যুগান্তকারী পদক্ষেপ।

author-image
IE Bangla Web Desk
New Update
metro under ganga green Line record 15 march to 31 march 2024 , কলকাতা মেট্রো গঙ্গার নীচে গ্রীন লাইন ১৫ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৪ রেকর্ড

East-West Metro: যাত্রীদের জন্য যাতায়াতে দারুন সুবিধা করেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা।

Jio 5G in East -West Metro: যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিত্য নতুন উদ্যোগ নিয়ে চলেছে কলকাতা মেট্রো। এবার মেট্রো যাত্রীদের জন্য আরও এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটে এবার থেকে মিলতে চলেছে নীরবছিন্ন 5G পরিষেবা। এই পরিষেবা প্রদান করতে চলেছে টেলিকম জায়ান্ট রিলায়েন্স জিও।

Advertisment

মার্চ থেকে শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) পরিষেবা। শুরু থেকেই মানুষের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। গত তিন মাসে এই রুটে যাত্রী সংখ্যা বহুগুণে বেড়েছে । তবে যাত্রীরা এতদিন মাটির নীচে ৩০ ফুট গভীরতায় জিও নেটওয়ার্ক, সেই সঙ্গে 5G পরিষেবার সুবিধা পেতেন না। ফলে মেট্রোয় যাতায়াত করার সময় ভয়েস কল থেকে ইন্টারনেট পরিষেবার সুবিধা একেবারেই মিলত না। এবার পাকাপাকিভাবে মিটতে চলেছে সেই অসুবিধা।

মেট্রোর তরফে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে ইতিমধ্যে এয়ারটেল প্রতিটি স্টেশনে প্রয়োজনীয় পরিকাঠামো বসিয়েছে। এবার জিও-র গ্রাহকরা যাতে গঙ্গার নীচে মোবাইল পরিষেবা উপভোগ করতে পারেন তার জন্য জিও-র তরফে প্রতিটি স্টেশনে প্রয়োজনীয় পরিকাঠামো বসানোর কাজ সম্পুর্ণ হয়েছে। ফলে যাত্রীরা এবার থেকে গঙ্গার নীচেও 5G পরিষেবা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন : < India Book of Records: ‘নজিরবিহীন সাফল্য’ বঙ্গ তনয়ার!তাক লাগানো প্রতিভায় ছিনিয়ে নিলেন ‘শ্রেষ্ঠত্বের মুকুট’ >

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রসারিত (গ্রিন লাইন) মেট্রো পরিষেবা ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি কম সময়ে শহর ও আশপাশের গন্তব্যে পৌঁছানোর জন্য এই রুটটি ব্যবহার করছেন। তাদের সুবিধার্থেই গ্রিন লাইনের যাত্রাকে আরও রোমাঞ্চ ও মনোরম করে তুলতেই নিরবচ্ছিন্ন টেলিসংযোগের পরিকাঠামো ইতিমধ্যেই স্থাপন করেছে জিও। এয়ারটেলের পরে, এখন টেলিকম জায়ান্ট রিলায়েন্স জিও তার পরিষেবা প্রদানের জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই ৪.৮ কিলোমিটার দীর্ঘ পথে প্রতি স্টেশনে 'উচ্চ-ক্ষমতা' সম্পন্ন পরিকাঠামো স্থাপন করেছে। ফলে গঙ্গার নিচেও নিরবচ্ছিন্ন জিও পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

jio kolkata metro
Advertisment