Advertisment

মার্চেই আবহাওয়ায় বিরাট বদল! আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

ফেব্রুয়ারির শেষ থেকেই ধীরে ধীরে চড়ছে পারদ।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather update 25 february 2023

আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।

ফেব্রুয়ারির শেষ থেকেই ধীরে ধীরে চড়ছে পারদ। বাড়ছে গরমের অনুভূতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝেমধ্যেই মেঘলা আকাশের দেখা মিললেও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মার্চ মাসেই চাঁদিফাটা গরমে হাঁসফাঁস দশা হতে পারে বলে আগেভাগে সতর্ক করছেন আবহাওয়াবিদদের একাংশ।

Advertisment

শীতজাপন এবারের মতো শেষ। লেপ-কম্বল-বালাপোস গুটিয়ে তাকে তোলা হয়ে গিয়েছে। হাওয়া অফিসও জানিয়ে দিয়েছে, এবার থেকে পারদ চড়ার পালা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতায় গরমের অনুভূতি আরও বাড়বে। এদিন কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে বলে ধারমা করা হচ্ছে।

আরও পড়ুন- উপ-নির্বাচনের মুখে সাগরদিঘির ওসি-কে সরাল কমিশন

দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে এদিন আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গোটা শীতকালে বৃষ্টির দেখা মেলেনি। এমনকী শীতের বিদায়ের পরেও ঠিক কবে নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেব্যাপারে আগাম কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর।

আরও পড়ুন- অর্পিতা, শাহিদ থেকে হৈমন্তী, গ্ল্যামারের আড়ালে নিয়োগ দুর্নীতির জাল ছড়াচ্ছে টলিউডেও!

তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য এলাকার জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি সিকিমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Weather Report weather update West Bengal Weather Forecast
Advertisment