Advertisment

Union Budget 2024: বাজেটে সামাজিক উন্নয়ন প্রকল্প, নতুন কী সুবিধা মিলবে, তাকিয়ে দেশবাসী

Social Welfare Schemes: প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ অন্তর্বর্তী বাজেটে ১,২২৫.২৭ কোটি টাকা পেয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Union Minister for Finance, Nirmala Sitharaman

Union Minister for Finance-Nirmala Sitharaman: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত বছর নয়াদিল্লিতে তাঁর দলের বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে ভাষণ দিচ্ছেন। (এক্সপ্রেস ছবি- তাশি তোবগিয়াল)

Social Welfare Schemes in Budget 2024: অন্তর্বর্তী বাজেটে শিশুদের উন্নয়নের দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরও সংখ্যালঘু মন্ত্রকের অধীনে শিশুদের জন্য বরাদ্দ কমেছে বলে অভিযোগ করেছিল স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাই (CRY)। তার মধ্যেই কিন্তু, ২০২৪-২৫ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে শিশুদের জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। সেই পরিমাণ পৌঁছেছিল ১০৯,৪৯৩.০৮ কোটি টাকায়। কিন্তু, শিশু অধিকার এনজিও ক্রাই (CRY)-এর অভিযোগ ছিল, সংখ্যালঘু মন্ত্রকের অধীনে থাকা শিশুদের জন্য বাজেট বরাদ্দ কমেছে।

Advertisment

বাজেটে আয়ুশ

আয়ুশ মন্ত্রকের জন্য বরাদ্দও অন্তর্বর্তী বাজেটে বাড়ানো হয়েছিল। সেটা ২০২৩-২৪ সালে ছিল ৩,০০০ কোটি টাকা। সেটাই ২০২৪-২৫ অন্তর্বর্তী বাজেটে বেড়ে হয় ৩,৭১২.৪৯ কোটি টাকা। যা আসলে ২৩.৭৪ শতাংশ বৃদ্ধির সমান। পাশাপাশি, অন্তর্বর্তী বাজেটে ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস বোর্ডকে ১৪.৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ফার্মাকোপিয়া কমিশন ফর ইন্ডিয়ান মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি (PCIM&H)-কে বরাদ্দ করা হয়েছিল ২০.৮০ কোটি টাকা। সেই বরাদ্দ এবার বাড়তে পারে বলে আশা দেশবাসীর।

বাজেটে সামাজিক ন্যায়

সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের জন্য অন্তর্বর্তী বাজেটে বরাদ্দ করা হয়েছিল ১৪,২২৫.৪৭ কোটি টাকা। যা ২০২৩-২৪ সালের বাজেটে বরাদ্দ করা ১১,০৭৮.৩৩ কোটি টাকার চেয়ে ২৮.৪ শতাংশ বেশি। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অন্তর্বর্তী বাজেটে ১,২২৫.২৭ কোটি টাকা পেয়েছিল। এবার সেই অঙ্কটাও বাড়তে পারে বলেই আশাবাদী পিছিয়ে পড়া মানুষজন।

আরও পড়ুন- দাম বাড়বে বাজেটের পর! কতটা প্রভাব পড়বে ভোগ্যপণ্য এবং পরিষেবায়?

বাজেটে শিক্ষা

ইউজিসির বাজেট ৬০%-এর বেশি কাটছাঁট করা হয়েছিল। বাড়ানো হয়েছিল, স্কুল শিক্ষার বাজেট। ভারতীয় ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-এর জন্য বরাদ্দও টানা দ্বিতীয় বছরে কমানো হয়েছিল অন্তর্বর্তী বাজেটে। এই হিসেবে স্কুল শিক্ষার জন্য বাজেট ৫০০ কোটি টাকার বেশি বাড়িয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর, উচ্চশিক্ষার জন্য অনুদান আগের অর্থবছরের থেকে ৯,৬০০ কোটি টাকারও বেশি কমানো হয়েছিল। আর, ইউজিসির জন্য তহবিল আগের বছরের ৬,৪০৯ কোটি টাকার থেকে কমিয়ে ২,৫০০ টাকা করা হয়েছিল। যা ৬০.৯৯ শতাংশ কমেছিল।

Budget Session Ayushman Bharat Union Budget 2024 Nirmala Sitharaman
Advertisment