করোনায় লকডাউনে যখন কার্যত নড়বড়ে দেশের অর্থনীতি, এমন দুঃসময়ে সুখবর মিলল মারুতি সুজুকি ইন্ডিয়ার ঘরে। টানা ১৬ বছর ধরে বেস্ট সেলিং মডেলের শিরোপা ধরে রাখল অল্টো। সোমবার মারুতি সুজুকি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, টানা ১৬ বছর ধরে বেস্ট সেলিং মডেল হয়েছে অল্টো।
২০০০ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আত্মপ্রকাশ করেছিল ছোট্ট চার চাকা অল্টো। এর ৪ বছর পর, ২০০৪ সালে প্রথমবার দেশের বেস্টসেলিং গাড়ির তকমা পেয়েছিল অল্টো। এদিন দেশের এই জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থার তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
আরও পড়ুন: মাহিন্দ্রা ফিনান্সের সঙ্গে হাত মেলালো মারুতি সুজুকি
মারুতি সুজুকি অফ ইন্ডিয়ার ডিরেক্টর (মার্কেটিং ও সেল) শশাঙ্ক শ্রীবাস্তব জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে ব্র্য়ান্ডের আপগ্রেড ও রিফ্রেশমেন্টকে সাদরে গ্রহণ করেছেন ক্রেতারা। তাঁর কথায়, ''ক্রেতাদের পছন্দ ও চাহিদার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করেছে মারুতি সুজুকি। সেই মতো তার প্রোডাক্টে বদল আনা হয়েছে''।
আরও পড়ুন: লকডাউনে লক্ষ্মীলাভ! পার্লে-জি বিস্কুটের রেকর্ড বিক্রি
ড্রাইভার সাইড এয়ারব্য়াগ, অ্য়ান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেক্ট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন, রিভার্স পার্কিং সেন্সর, হাই স্পিড অ্য়ালার্ট সিস্টেমের মতো একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে অল্টো কারে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন