Advertisment

Gold Rate Today: ফের বদলে গেল সোনার দাম, আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দর কত, জেনে নিন

Gold Rate Today on December 17, 2024: আজ ১৭ ডিসেম্বর কলকাতায় সোনা-রুপোর দাম বেড়েছে। আজ সোনা কিনতে গেলে কত খরচ পড়বে, দেখে নিন আজকের রেটচার্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Gold Price Today: আজ কলকাতায় সোনা-রুপোর দাম কত জেনে নিন

Gold Price Today: আজ কলকাতায় সোনা-রুপোর দাম কত জেনে নিন

Gold Rate Today in India, Check 18k, 22K, 24K Gold Price in Kolkata on December 17, 2024: গত সপ্তাহের শেষে কিছুটা কমেছিল দাম। কিন্তু নতুন সপ্তাহে ফের বদলে গেল সোনার দাম (Gold Price today)। বিয়ের মরশুমে ফের দাম বাড়ল সোনার। গোটা দেশেই ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Rate Today)। আজ ১৭ ডিসেম্বর কলকাতায় সোনা-রুপোর দাম বেড়েছে। আজ সোনা কিনতে গেলে কত খরচ পড়বে, দেখে নিন আজকের রেটচার্ট।

Advertisment

বিয়ের মতো শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরার চল রয়েছে। এমনকী সোনার গয়না উপহার দেওয়ার রীতিও রয়েছে। উৎসবে-অনুষ্ঠানে সোনাকে শুভ বলে মনে করা হয়। অনেক সময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই।

সবথেকে দামি হল ২৪ ক্যারেটের সোনা। তবে এই সোনা হল পাকা সোনা। বাঁট এবং কয়েন তৈরি হয় এই সোনা দিয়ে। গয়নার সোনা হল ২২ ক্যারেটের। সোনায় যত খাদ মেশানো হয় তত ক্যারেট কমবে। এর পর ১৮ এবং ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

আরও পড়ুন সোনা-রুপোর দামে নাভিশ্বাস বাঙালির, প্রায় ৮০ হাজারের ঘরে হলুদ ধাতু, আজ কলকাতায় কত দর?

Advertisment

২৪ ক্যারেট পাকা সোনার দাম (Fine Gold 995)- ১ গ্রাম ৭,৮০০ টাকা (১১ টাকা বেড়েছে)

২২ ক্যারেট গয়নার সোনা (কিনতে গেলে)- ১ গ্রামের দাম ৭,১৫০ টাকা (১০ টাকা বেড়েছে)

২২ ক্যারেট গয়নার সোনা (বেচতে গেলে)- ১ গ্রামের দাম ৬,৯৪৬ টাকা

১৮ ক্যারেট সোনা- ১ গ্রামের দাম ৫,৮৫০ টাকা (৮ টাকা বেড়েছে)

রুপো (999)- ১ কেজির দাম ৯২,৫০০ টাকা

* সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

Gold Price Today Gold gold market
Advertisment