/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/sushant-cover.jpg)
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে দু'দিন। সারা দেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি তাৎক্ষণিক শোক। শোনা যাচ্ছে বিগত ছয় মাস নাকি ক্লিনিকাল ডিপ্রেশনের রোগী ছিলেন তিনি। তারপর থেকেই অবসাদ নিয়ে সরব হয়েছে বলিউডের তারকা-পরিচালকেরা।
দীপিকা পাদুকোন নিজে যে অবসাদের রোগী ছিলেন, তা আগেই জন্মক্ষে এনেছেন। সুশান্তের অকালে চলে যাওয়ার খবরে ফের অবসাদ নিয়ে মুখ খুলেছেন তিনি।
#YouAreNotAlonepic.twitter.com/3QZDg0VR4X
— Deepika Padukone (@deepikapadukone)
#YouAreNotAlonepic.twitter.com/3QZDg0VR4X
— Deepika Padukone (@deepikapadukone) June 14, 2020
14, 2020
সুশান্তের অন্তিম যাত্রায় হাজির ছিলেন বিবেক ওবেরয়। তিনিও প্রয়াত অভিনেতার অবসাদ প্রসঙ্গে বলেছেন, "ওর সঙ্গে যদি আগে কথা হতো, ওকে বলতে পারতাম কী অবস্থায় ছিলাম আমি"।
কঙ্গনা রনওত অবশ্য সজাসুজি দোষ দিয়েছেন বলিউডের স্বজন পোষণের মানসিকতাকেই। বলেছেন সুশান্তের কাজ প্রসংশা পেত না। ছিছোড়ের মতো ছবি ছেড়ে স্টারকিডদের তৈরি গল্লি বয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল কী ভাবে?
#KanganaRanaut exposing Bollywood Gangs again..
Om Shanti #SushantSinghRajput
#KanganaRanaut exposing Bollywood Gangs again..
Om Shanti #SushantSinghRajput
pic.twitter.com/ORS8PmzGMv— Bhavesh Lodha (@bhav2406) June 15, 2020
15, 2020
৩৪ বছরের সুশান্ত সিং এর আত্মহত্যার খবর মেনে নেওয়া খুব কঠিন হয়েছে দীপ্তি নাভালের কাছে। একটি ছবিতে সুশান্ত তাঁর ছেলের চরিত্রে ছিলেন বলে জানিয়েছেন। এই সময়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন যারা তাঁদের জন্য একটি কবিতা লিখেছেন দীপ্তি।
,
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন