টলিউডে থাবা চওড়া হচ্ছে করোনার, কোভিড পজিটিভ সায়নী ঘোষ

করোনার কবলে অভিনেত্রী, বাড়িতেই রয়েছেন তিনি

করোনার কবলে অভিনেত্রী, বাড়িতেই রয়েছেন তিনি

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saayoni ghosh

সায়নী ঘোষ

করোনা আক্রান্ত সায়নী ঘোষ। আপাতত বাড়িতেই রয়েছে অভিনেত্রী। অসুস্থতার আঁচ পেতেই সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা।

Advertisment

অভিনেত্রী হওয়ার সঙ্গে বর্তমানে রাজ্যের যুবনেত্রীও সায়নী। সারাদিন দৌড়াদৌড়ি এবং পরিশ্রম লেগেই আছে তার। কিন্তু নিজের অসুস্থতার পরেও অন্যদের সতর্ক করতে তিনি একেবারেই ভুললেন না। সোশ্যাল মিডিয়ায় জানালেন, আমি কোভিড পজিটিভ। যদিও বা সেইভাবে কোনও উপসর্গ নেই তবে হালকা জ্বর, সর্দি কাশি রয়েছে। শেষ ৪৮ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা একবার টেস্ট করিয়ে নেবেন।

মাঝে মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানান কাজে তার ডাক পড়ে, সেখানেও দৌড়ে যান সায়নী। তবে এখন কিছুদিনের বিরতি। অভিনেত্রী বলছেন, 'আমি দুঃখিত সামনের কিছুদিন আমায় সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে দূরে থাকতে হবে। তার জন্য আমায় ক্ষমা করবেন'। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি।

Advertisment

আরও পড়ুন < গোঁফ কামিয়েই বিপদে পড়েছিলেন অনিল কাপুর! গোপন কথা ফাঁস করলেন নিজেই >

তাড়াতাড়ি সুস্থ হওয়ার অপেক্ষায় অভিনেত্রী। আগামী কিছুদিন বিশ্রামেই থাকবেন। সামনের দিনে আরও জোশ নিয়ে ফিরবেন তিনি, সকলের ভালবাসা প্রার্থনা করলেন। এদিকে রাজ্যে ক্রমশ করোনা মহামারীর প্রভাবও বাড়ছে। এর আগেও অভিনেত্রী মিশমী দাস করোনার ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তিনিও সকলকে সতর্কবার্তা দিয়েছিলেন।

tollywood Saayoni Ghosh COVID-19 covid Entertainment News