Advertisment

Arjun Chakraborty: 'ও সেদিন থেকে আমায় টেনে তুলল...', স্ত্রী সৃজার সঙ্গে খুনসুটি অর্জুনের

Arjun and Sreeja: কিছুদিন আগেই তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছিল। দুজনে আলাদা হচ্ছেন, এমনও শোনা গিয়েছিল। যদিও সেসব গুজব হাওয়ায় উড়িয়েছেন অর্জুন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arjun

Arjun and Sreeja: অর্জুন-সৃজার খুনসুটি

কিছুদিন আগেই তাঁদের বিচ্ছেদের বিতর্ক ছিল তুঙ্গে। হঠাৎ করেই কানাঘুষো খবর শোনা যায়, যে অভিনেতা অর্জুন চক্রবর্তী এবং তাঁর স্ত্রী সৃজা নাকি আলাদা হতে চলেছেন। যদিও সেই খবর প্রথম থেকেই হাওয়ায় উড়িয়েছেন তিনি। সুখের সংসারে কোনরকম গুজব রটতে দেননি। 

Advertisment

আর আজ তো তাঁদের প্রেমের অধ্যায়ের এক সুন্দর গল্প সবার সঙ্গে শেয়ার করেছেন অর্জুন। বন্ধু হিসেবে একসময় দুজনে দারুণ কিছু মুহূর্ত বেঁচেছিলেন। সেই গল্পই শেয়ার করলেন তিনি। অর্জুন এবং সৃজার বেশ কয়েকটি মিষ্টি ছবি নজর কেড়েছে ভক্তদের। আর সেই ছবি শেয়ার করেই তিনি লিখছেন...

"আমাদের প্রি-বোর্ড পরীক্ষার ফলাফল বের হওয়ার পরে এবং মনে আছে আমি আগের মতো দুর্দান্ত ফলাফল করেছিলাম। আমাদের শ্রেণি শিক্ষক ম্যাম বলেছিলেন 'কেউ আপনাকে টেনে তুলেছে'। তিনি স্পষ্টতই একটি নির্দিষ্ট নতুন মেয়ের কথা উল্লেখ করছিলেন যিনি আগের বছর আমাদের স্কুলে যোগদান করেছিলেন এবং উভয় শিক্ষাবর্ষে ক্লাসে প্রথম স্থান অর্জন করেছিলেন।" 

আমি এই বিবৃতিটিকে সম্মানের ব্যাজ হিসাবে গ্রহণ করেছিলাম, কিন্তু দেখেছিলাম অন্যরা তা করেনি। তাদের পর্যবেক্ষণ ছিল, "ওহ ম্যাম তোকে ক্রেডিট দেননি? আমি কনফিউজড হয়ে গেলাম। তাই খুব বেশি কিছু করিনি।" 

কিন্তু, সেটাই যে তাঁকে তুলে ধরার প্রথম পর্যায় ছিল, সেটা তখন বোঝেননি তিনি। আজ দুই দশক পর বিষয়টা বোধগম্য হয়েছে তাঁর।তাই তো বললেন, "প্রায় দুই দশক পরে, আমি বুঝতে পারি যে ওটা ছিল আমায় টেনে তোলার শুরু। হ্যাঁ, আমার ক্লাসের নতুন মেয়েটি, প্রশ্নে থাকা মেয়েটি আমাকে টেনে তুলেছিল। যেমন একজন শিক্ষক একজন ছাত্রকে উপদেশ দেওয়ার জন্য টেনে তোলেন, যেমন একজন সেরা বন্ধু তার সেরা বন্ধুকে টেনে তোলে যখন তারা তাদের বিপথে যেতে দেখে। যেমন একজন স্ত্রী তার স্বামীকে টেনে তোলে কারণ সে চায় যে তাঁদের সম্পর্ক ভাল হোক। 

১৮ বছর। নেহাতই ছোট কথা নয়। দিব্যি সংসারে বেঁধে রয়েছেন তাঁরা। নিজের ব্যক্তিগত সম্পর্ক মোটেই আলোচনায় রাখতে পছন্দ করেন না তিনি। তাই তো, যখন সম্পর্ক নিয়ে চর্চা শুরু হল, তখন নিজেদের মত করেইন সব সামলে নিলেন। 

tollywood arjun chakraborty tollywood news
Advertisment