Netflix, Huma Qureshi, Leila:একজন মা যখন তাঁর সন্তানকে হারিয়ে ফেলেন, তখন অনেক ক্ষেত্রেই তাঁর বাঁচার আসল কারণটাই হারিয়ে যায়। কেউ সেই তীব্র শোক সহ্য় করতে না পেরে ক্রমশ নিঃশেষ হয়ে যান, আবার কোনও মা ঘুরে দাঁড়ান, হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেতে পৃথিবীর শেষপ্রান্ত পর্যন্ত ছুটে যেতেও প্রস্তুত থাকেন। নেটফ্লিক্স-এ আর কিছুদিনের মধ্যেই স্ট্রিমিং শুরু হতে চলেছে ওয়েব সিরিজ লায়লা-র। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছে এই সিরিজের প্রিমিয়ার। অক্ষয়কুমার থেকে ডায়ানা পেন্টি, সবাই উচ্ছ্বসিত এই সিরিজটি নিয়ে।
এক মায়ের সন্ধানের গল্প হলেও আসলে এটি একটি ডিস্টোপিয়ান ফিকশন যেখানে মূল গল্পের আড়ালে বলা হয়ে যায় অনেক সমাজ-রাজনৈতিক কথা। প্রয়াগ আকবর-এর উপন্যাস লায়লা থেকেই নির্মিত হয়েছে সিরিজ যার পরিচালক দীপা মেহতা। মুখ্য চরিত্রে রয়েছেন হুমা কুরেশি। এই সিরিজে তাঁর অভিনয় নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত বলিউড।
আরও পড়ুন: মেয়ের বিয়ে দিতে চান অমৃতা, কী বললেন সারা?
গল্পের প্রেক্ষাপটে রয়েছে অদূর ভবিষ্যতের এক পৃথিবী যেখানে শরীর-সংক্রান্ত শুদ্ধতাকে সমাজের মূল স্তম্ভ হিসেবে দেখা হয়। তেমন একটি সমাজেই বাস করে গল্পের নায়িকা, যে চরিত্রটিতে অভিনয় করছেন হুমা কুরেশি। সে একজন মা, যার সন্তান হারিয়ে গিয়েছে দুবছর আগে কিন্তু সন্তানকে ফিরে পাওয়ার এখনও ছাড়তে পারেনি সে। সেই সন্ধানই তাকে পৌঁছে দেয় সমাজের এমন একটি অংশে যা ভয়ানক।
ডিস্টোপিয়ান ফিকশন হল সাহিত্য-চলচ্চিত্র বা থিয়েটারের এমন একটি ধারা, যেখানে সাম্প্রতিক সময়ের কিছু সঙ্কটকেই তুলে ধরা হয় রূপকের আড়ালে, কাল্পনিক একটি প্রেক্ষাপট তৈরি করে। ডিস্টোপিয়ান ফিকশনের এক ধরনের রাজনীতি রয়েছে যা দর্শক সরাসরি প্রত্যক্ষভাবে না বুঝলেও পরোক্ষে বোঝেন। সাহিত্যে পৃথিবীর সেরা ডিস্টোপিয়ান ফিকশনগুলির মধ্যে পড়ে জর্জ অরওয়েল-এর লেখা উপন্যাস নাইন্টিন এইট্টি ফোর। আর বাংলা চলচ্চিত্রে অন্যতম সেরা ডিস্টোপিয়ান ফিকশন হল হীরক রাজার দেশে।
আরও পড়ুন: ‘সেনাপতি’ সিজন ২-এ আরও রক্তপাত, মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড
তাই লায়লা দেখতে বসে আশা করা যায় ভারতীয় দর্শক সাম্প্রতিক সময়ের কিছু না কিছু প্রতিচ্ছবি পাবেন। অবশ্য তার জন্য় সাম্প্রতিক সমাজ-রাজনীতি সম্পর্কে কিঞ্চিৎ জ্ঞান থাকতে হবে।