যেদিন থেকে সৃজিতের ব্যোমকেশ-দুর্গরহস্যের ঘোষণা হয়, সেদিন থেকেই চরম দ্বন্দ্ব! দুই ব্যোমকেশ অনির্বাণ এবং দেবকে ঘিরে জোরালো চর্চা। কার ব্যোমকেশ ভাল হতে চলেছে এই নিয়েই আলোচনা। আজ দুর্গ রহস্যের ট্রেলার লঞ্চে দেব আবারও প্রমাণ করলেন ইন্ডাস্ট্রি এক।
সৃজিত, বিরসা থেকে দেব-অনির্বাণ এমনকি দুই সত্যবতী সোহিনী-রুক্মিণী, সকলে একসঙ্গে পাশাপাশি। একে অপরের হয়ে গলা চড়ালেন। ইন্ডাস্ট্রিতে একই পরিবার হয়ে রয়েছেন তাঁরা। বাংলা ছবি এগিয়ে যাক। এটাই বক্তব্য ছিল দেবের। শুধু তাই নয়, তিনি আরও বলেন..
"যত দ্বন্দ্ব বাকিদের মধ্যে, আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। আজকে এটা প্রমাণ করতেই সকলকে সামনে একসঙ্গে নিয়ে আসা। আমরা সবাই একসঙ্গে আছি। আমি মনেপ্রাণে চাই ব্যোমকেশ যখন হইচই এ রিলিজ করবে সেটা বিরাট আকার নিক। আবার সিনেমাতে যেন আমরাও ভাল ফল করি। আজকে এখানে একসঙ্গে আমরা আসতে পেরে জয়ী মনে হচ্ছে নিজেকে।"
সৃজিতের ব্যস্ততা তুঙ্গে। দশম অবতারের শুটিং করছেন তিনি। এদিকে, অনির্বাণ নিজেও তাই। তারপরেও দেবের ডাকে ছুটে এসেছেন। শুধু মানুষের মধ্যে ব্যোমকেশ প্রীতি বাড়াতেই এহেন আয়োজন। সিরিজ কিংবা সিনেমা, বিতর্কের মধ্যে কেবল বাংলা ছবিরই লোকসান, এমনটাই জানিয়েছেন দেব।