/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/govinda-759.jpg)
এ ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে গোবিন্দাকে। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।
মাথার উপর ঝুলছে ঋণখেলাপির মামলা, তাঁকে দেশে ফেরাতে মরিয়া সরকার। সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রায়ই আওয়াজ তোলে বিরোধীরা। এবার সেই বিতর্কিত বিজয় মালিয়াকে নিয়ে বড়পর্দায় আসছেন আরেক বিতর্কিত মুখ পহেলাজ নিহালনি। চমকের এতেই শেষ নয়। বিজয় মালিয়ার জীবনী নিয়ে এ ছবিতে যাঁকে দেখা যাবে, তিনি বলিউডের ডান্সিং ম্যান কাম কমেডিয়ান। হ্যাঁ, ঠিক ধরেছেন, গোবিন্দার কথাই হচ্ছে। ছবির নাম ‘রঙ্গিলা রাজা’, যাঁর হাত ধরেই আবারও বি-টাউনে স্বমহিমায় ফিরছেন গোবিন্দা।
I have made a movie inspired by the life of Vijay Mallya, and Govinda is in the main lead, audiences will be surprised to see his new avataar. The movie will be completely entertaining: Pahlaj Nihalani, producer & director pic.twitter.com/prYo6ZqQUK
— ANI (@ANI) May 29, 2018
আরও পড়ুন, রাজির হাত ধরে সেঞ্চুরি হাঁকালেন আলিয়া
গোবিন্দা মানেই কমেডি, কিন্তু এবার একেবারে ভিন্নস্বাদের কমেডির স্বাদ পাবেন দর্শকরা, এমনটাই জানালেন পরিচালক পহেলাজ নিহালনি। বিজয় মালিয়াকে নিয়ে ছবি হলেও, এ ছবির রন্ধ্রে রন্ধ্রে থাকবে কমেডি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে পরিচালক জানালেন যে, এ ধরনের কমেডিতে আগে কখনও দেখা যায়নি গোবিন্দাকে। , এ ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে বলিউডের রাজাবাবুকে। রঙ্গিলা রাজার হাত ধরে প্রায় ৩০ বছর পর একসঙ্গে শ্যুটিং ফ্লোরে ফিরবেন গোবিন্দা ও পহেলাজ।