Advertisment
Presenting Partner
Desktop GIF

Hrithik Roshan Birthday: হৃত্বিকের বাহুলগ্না 'সোহাগী' সাবা, মনের মানুষের জন্মদিনে কী লিখলেন 'লেডি লাভ'?

Hrithik Roshan: ১০ জানুয়ারি হৃত্বিক রোশনের ৫১ তম জন্মদিন। প্রেমিকের জীবনের এই বিশেষ দিনে তাঁর জন্য কী লিখলেন সাবা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
জন্মদিনে কী লিখলেন 'লেডি লাভ'?

হৃত্বিকের জন্মদিনে কী লিখলেন 'লেডি লাভ'?

Saba Wishes Hrithik On Birthday: দেখতে দেখতে ৫১-এ পা। ১০ জানুয়ারি ৫১ তম জন্মদিন পালন করছেন সুপারস্টার হৃত্বিক রোশন। এই মুহূর্তে বড় পর্দা থেকে দূরে থাকলেও ভক্তের ভালবাসায় কখনও ঘাটতি পড়ে না। সকাল থেকেই শুভেচ্ছা-ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অপেক্ষা ছিল হৃত্বিকের মনের মানুষ সাবা আজাদ তাঁকে কখন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাবেন।

Advertisment

দুপুর গড়িয়ে বিকেল হতেই ইনস্টাগ্রামে হৃত্বিকের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করলেন। যেখানে বার্থডে বয়ের বাহুলগ্না সাবা আজাদ। আর ক্যাপশনে হৃত্বিককে শুভেচ্ছা জানিয়ে লিখেছেবন, 'আমার ভালবাসা, সূর্যকে আরও একবার প্রদক্ষিণের জন্য শুভেচ্ছা। তুমিই তো আলো। সারা জীবনে আনন্দে কাটুক।'

Advertisment

হৃত্বিক আর সাবা আজাদের সম্পর্কের কথা বিভিন্ন সময় উঠে এসেছে বিনোদনের খবরে। বিমানবন্দর থেকে রেস্তোরাঁ সব জাগয়াতেই পাপারাৎজদের লেন্সবন্দি হন বলিউডেড এই পাওয়ার কাপল। প্রথমে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও ২০২২-এর করওয়া চৌথের দিন হৃত্বিক-সাবার সম্পর্কের মাঝ থেকে সরে গিয়েছিল 'চর্চিত' শব্দটি।  

প্রথমবার সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন (Hrithik Roshan Saba Azad)। সেই দিনই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় সাবা আজাদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন হৃত্বিক।স্টার স্টাডেড করণ জোহরের ৫০ তম জন্মদিনের পার্টিতেই প্রথমবার একসঙ্গে দেখা যায় হৃত্বিক রোশন ও সাবা আজাদকে। সেই দিন থকেই ইন্ডাস্ট্রির অন্দরে তাঁদের প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছিল।

হৃত্বিকের ফ্যামিলি ডিনার পার্টিতেও সাবার উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কেড়েছিল। রিচা চড্ডা ও আলি ফজলের রিসেপশন পার্টিতেও একসঙ্গে গিয়েছিলেন হৃত্বিক রোশন ও সাবা আজাদ। পাপারাৎজিদের সামনে হাসি মুখে পোজও দিয়েছিলেন যুগলে। ২০২২-এ শোনা গিয়েছিল ১০০ কোটির ফ্ল্যাটে লাল-নীল সংসার পাতবেন হৃত্বিক-সাবা।

সেই খবর রটে যেতেই হৃত্বিক এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'একজন পাবলিক ফিগার বা সেলিব্রিটি হওয়ার সৌজন্যে আমি সকলের নজরে থাকি। তবে আমার সম্বন্ধে এমন কোনও খবর প্রকাশ করা উচিত নয় যার কোনও সত্যতা নেই। বিশেষ করে এই ধরণের খবর কর্মজীবনের উপর প্রভাব ফেলে। তাই সঠিক তথ্য নিয়ে খবর পরিবেশন করাই বাঞ্ছনীয়।' 

Bollywood Couple Bollywood Actor Hrithik-Saba Bollywood News Hrithik Roshan bollywood movie
Advertisment