Advertisment

Kangana Ranaut: 'শীঘ্রই বাংলাদেশে পরিণত হবে ভারত...', এখন থেকেই আতঙ্কে কাঁপছেন কঙ্গনা

Kangana Ranaut on Farmer Protest: দেশের অবস্থা ভাল দেখছেন না কঙ্গনা? যা হতে চলেছে, যেন এখন থেকেই বুঝতে পারছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kangana Ranaut, Mandi, Himachal Pradesh, BJP, Congress

হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির সাংসদ কঙ্গনা

Kangana Ranaut on Farmer Protest: সারা দেশে আন্দোলন-প্রতিবাদ। একদিকে, যখন বাংলা জুড়ে একটা মেয়ের জন্য সরব হয়েছে গোটা রাজ্য। ঠিক তখনি, দেশে কৃষক আন্দোলন এর কথা ভুলে গেলে চলবে না। কৃষক আন্দোলন ভয়ঙ্কর দিকে রূপ নিচ্ছে।

Advertisment

আর বরাবরই, কঙ্গনা কৃষক আন্দোলনের প্রসঙ্গে নানা মন্তব্য করেছেন। তিনি একবার বিতর্কের জন্ম দিয়েছিলেন এই বলে, যে কৃষক আন্দোলনে যারা বসে রয়েছেন, তাঁদের অনেকেই ১০০টাকা করে পেয়েছেন বলে বসে রয়েছেন। তাঁর এই বক্তব্য ভয়ঙ্কর রূপ নেয়। যার জেরে, কিছুদিন আগে কঙ্গনাকে CISF জওানের হাতে চড় পর্যন্ত খেতে হয়।

তারপরেও ঘটনা অনেকদূর এগোয়। কিন্তু, কঙ্গনা কৃষক আন্দোলন নিয়ে মুখ না খুলে পারেন না। ফের একবার ভারতের এই আন্দোলনকে বাংলাদেশের সঙ্গে তুলনা করলেন তিনি। অভিনেত্রীর কথায়, দিন দিন এই আন্দোলন বাংলাদেশের মত পরিস্থিতি সৃষ্টি করবে। অভিনেত্রী, সম্প্রতি তাঁর নতুন ছবি এমারজেন্সির প্রচার করতে ব্যাস্ত।

আরও পড়ুন - Rukmini Moitra: ‘মা-বোন তুলে গালাগাল করা বন্ধ করুন আগে…’, ধর্ষকদের শাস্তি দিতে মরিয়া রুক্মিণী

কঙ্গনা রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে তিনি মান্ডি লোকসভার সদস্য এবং সাংসদ। ফলে, রাজনৈতিক বিষয়ে তিনি যথেষ্ট মাত্রায় সরব। আর এবার তিনি কৃষক আন্দোলন প্রসঙ্গে বললেন… "বডিগুলো ঝুলছে, ধর্ষণ হচ্ছে। যেটা বাংলাদেশে ঘটেছে। সেটা এখনই এখানে ঘটতে পারে। এগুলো বৈদেশিক পাওয়ার, এবং ফিল্মি মানুষদের কূটনীতি। তাঁদের কিছুই যায় আসে না, দেশটা যদি কুকুরদের হাতে যায়।"

অভিনেত্রী সাফ জানিয়ে দিলেন, কৃষক আন্দোলনের নামে, এখানে একই জিনিস হতে চলেছে। সরকার ফেলার চেষ্টা চলছে এখানে। আর দেশের ভেতরের রাজনীতি যদি কঠিন না হয়, তাহলে বৈদেশিক ক্ষমতার কারণে দেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে।

bollywood Farmers Movement Kangana Ranaut Entertainment News
Advertisment