/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/nusrat.jpg)
যশের কাণ্ড দেখে নুসরতের হুমকি, 'দেখে নেব'! 'কেচালে' ফোড়ণ মিমির
কাজের অবসরে মাঝেমধ্যেই শহর ছেড়ে বেরিয়ে পড়েন যশ। এবার তিনি উদয়পুরে। সঙ্গী নুসরত জাহানও। সেখানেই টলিউডের তারকা স্বামী-স্ত্রী ছুটি কাটাচ্ছেন। মেজাজও ফুরফুরে। সবকিছুই ভালই চলছিল, তবে তাল কাটল মাঝে। যশের জন্যই এমন পরিস্থিতি। উদয়পুরে গিয়ে স্ত্রী সঙ্গে এমন কাণ্ড করলেন অভিনেতা, যে কীর্তি দেখে চটে লাল স্ত্রী নুসরত। দিলেন প্রতিশোধের হুমকিও।
দেড় বছর হল প্রাক্তন নিখিল জৈনের থেকে দূরে সরে যশের সঙ্গে সুখের ঘরকন্না করছেন নুসরত জাহান। মাঝেমধ্যেই ঘুরতে যান তাঁরা। তবে এবারের ট্যুরে ঘটল এক বিপত্তি। স্বামী যশ-ই যেচে-পড়ে সেই কাণ্ড ঘটালেন। আর তাতেই রাগে ফুঁসছেন নুসরত জাহান। এমন ঝগড়া চাক্ষুষ করার সুযোগ পেলেন অনুরাগীরাও। আর স্বামী-স্ত্রীর কেচালের মাঝেই ফোড়ণ কাটলেন মিমি চক্রবর্তী। কী কাণ্ড!
ঠিক কী ঘটেছে? তাহলে খোলসা করেই বলা যাক। ঘুরতে গিয়েছেন আর ছবি তুলবেন না এমন হয়? নুসরতও সেই তালিকা থেকে বাদ নন। ঘুরতে গিয়ে স্বামী যশ দাশগুপ্তকে ব্যক্তিগত ফটোগ্রাফার বানিয়ে নিয়েছেন তিনি। সেখানেই এক ভাল ব্যকগ্রাউন্ড দেখে ছবি তোলার জন্য নিজের ফোন যশের হাতে দিয়ে দেন নুসরত। যশও ছবি তোলার নাটক করেন! তবে পরে গিয়ে অভিনেত্রী-সাংসদ উদ্ধার করতে পারেন যে, এতক্ষণ এত্ত পোজ দেওয়া সত্ত্বেও যশ আসলে তাঁরটা বাদ দিয়ে নিজের ছবিই তুলছিলেন। ব্যস, যেমনই দেখা তেমনই চটে লাল নুসরত।
<আরও পড়ুন: ‘সাদা-কালা’ সুরে জমল চঞ্চল-নচিকেতার ‘বসন্তকালে’র আড্ডা, ‘দোয়া-শুভেচ্ছা’ দুই বাংলার>
সেই ভিডিও পোস্টও করেছেন যশ ইনস্টাগ্রামে। নুসরত জাহানকে সেখানে হুমকি ছুঁড়তেও দেখা গেল। বললেন, "দেখে নেব তোমাকে। প্রতিশোধের জন্য তৈরি থেকো।" আর সেই ভিডিও দেখেই স্বামী-স্ত্রীয়ের মাঝখানে ফোড়ণ কাটলেন বন্ধু মিমি চক্রবর্তী। বললেন, "দেখে হেসে মরে গেলাম..।"