Advertisment

'আর কত চুপ থাকবেন? অনেক তো হল', ইউক্রেন নিয়ে বিশ্বনেতাদের প্রশ্ন প্রিয়াঙ্কার

বিশ্ব নেতাদের কাছে আর্জি প্রিয়াঙ্কার, কড়া পদক্ষেপের দাবি অভিনেত্রীর

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

প্রিয়াঙ্কা চোপড়া

রুশ ইউক্রেন যুদ্ধ যেন থামবার নয়। দিনের পর দিন মিসাইল, বোমাবর্ষণ আজ পারমাণবিক কেন্দ্র তো কাল রেল স্টেশন - রুশ আগ্রাসনে প্রাণের ঝুঁকি নিয়েই দিন কাটাচ্ছেন দেশের নাগরিকরা। এর আগেও বহু মানুষ তাদের স্বার্থে হাত বাড়িয়েছেন, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ( Priyanka Chopra ) তাদের মধ্যে একজন। তবে দিন ক্রমশই এগোচ্ছে, যুদ্ধ থামার নাম নেই, ফের সরব হলেন তিনি।

Advertisment

একজন অভিনেত্রী হিসেবে নয়, এবার তার আবেদন ইউনিসেফের সদস্য হিসেবেও। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে জবাব চাইলেন বিশ্ব নেতাদের কাছে, "আর কত চুপ থাকবেন? উকিল থেকে সক্রিয় কর্মী সকলে আপ্রাণ চেষ্টা করছেন, আপনারা চুপ কেন? পূর্ব ইউরোপে যে সংকট দেখা গেছে তাতে আপনাদের কিছুই করনীয় নেই? সকলের প্রশ্নের জবাব দিন। আপনাদের উচিত সেইসব বাস্তুচ্যুত মানুষগুলোর পাশে দাঁড়ানো, পদক্ষেপ নিন।"

গোটা দেশ জুড়ে হাজার হাজার মানুষ নিজেদের সব হারিয়েছেন। প্রিয়াঙ্কা বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতেই সবথেকে বেশি শিশুরা এবং পড়ুয়ারা নিজেদের সবকিছু হারিয়ে ফিরে গেছে কিংবা আশেপাশের দেশে ঠাঁই পেয়েছে, সংখ্যা যে হারে বাড়ছে বিস্ময় জাগছে মনে।"

সেসব মানুষের পাশে থাকুন, দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাই। যুক্তরাজ্য থেকে জার্মানি, অস্ট্রেলিয়া সব দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যেই প্রশ্ন রাখেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য, মানবিক সহায়তার প্রয়োজন ওদের, অনেক অনুদানের প্রয়োজন - সিদ্ধান্ত নিন। আমরা শুধু দেখে গেলেই সব শেষ হবে না, ওদের সাহায্য করতে হবে। এত পরিমাণ মানুষ নিজেদের সব কিছু হারিয়ে একরকম নিঃস্ব! অনেক দিন হয়ে গেছে, এবার কিছু করুন।

priyanka chopra Russia-Ukraine Conflict
Advertisment