Salman Khan On Salim Khan and Salma khan: ইদে মুক্তির অপেক্ষায় সলমন খানের নতুন ছবি 'সিকন্দর'। প্রত্যেকবারের মতো এবারেও নতুন ছবি মুক্তি আর ইদের খুশি উদযাপনের ডবল ধামাকা ভাইজানের জীবনে। ধুমধাম করে বাড়িতে ইদ পালন করেন সলমন। রোজার সময় ইফতার পার্টিরও আয়োজন করেন। অন্যদিকে সলমানের বোন অর্পিতার বাড়িতে ঘটা করে উদযাপিত হয় গণেশ পুজো। এই দিন অর্পিতা-আয়ূষের বাড়িতে যেন তারকার মেলা। সেখানেও উপস্থিত থাকেন ভাইজান। তাঁর উপস্থিতি বারবার বুঝিয়ে দেয় সলমন একেবারেই ধর্মবিদ্বেষী নন।
ইসলাম ধর্মের রীতি মেনে ইফতার-ইদ যেমন পালন করেন তেমনই সামিল হন গণপতি বাপ্পার পুজোতেও। কিন্তু, ধর্মীয় ভেদাভেদ কোনওভাবে প্রভাবিত করেছিল সলমনের মা-বাবার বৈবাহিক জীবনকে? সলমনের মা সালমা হিন্দু আর বাবা সেলিম খান মুসলিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত নিয়ে মুখ খুললেন ভাইজান।
সিকন্দর মুক্তির আগে সিনেমার প্রচারে ব্যস্ত সলমন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন ভাইজান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাবা সেলিম খান ও তাঁর মা সালমা খানের দাম্পত্যের সমস্যা নিয়ে অজানা কথা শেয়ার করলেন। তিনি জানান, ধর্ম তাঁদের সম্পর্কে কোনওদিন বাধা সৃষ্টি করেনি। বরং সেলিম খানের পেশাই ছিল দাম্পত্যে চিড় ধরার অন্যতম কারণ।
সলমান বলেন, 'হিন্দু-মুসলিম এই ধর্মীয় ভেদাভেদের জন্য বাবা-মায়ের মধ্যে কোনও সমস্যা ছিল না। সেই সময় যেটা নিয়ে মূলত সমস্যা হত, বাবা ছিলেন সিনেমা জগতের মানুষ। চলচ্চিত্র জগতের অনিশ্চয়তার জন্যই মায়ের পরিবার বাবার সঙ্গে বিয়েতে প্রথমে রাজি ছিল না।'
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সলমনের আপকামিং মুভি সিকন্দরের ট্রেলার। রশ্মিকা মন্দনার সঙ্গে প্রথমবার ভাইজানের অন স্ক্রিন কেমেস্ট্রি কেমন হতে চলেছে তা নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উৎসাহের পারদ ক্রমশ চড়ছে। দক্ষিণী সুন্দরী রশ্মিকা ভাইজানের থেকে বয়সে অনেকটাই ছোট। সেই নিয়েও কটাক্ষ ধেয়ে এসেছে সলমনের দিকে। ট্রোলের মোক্ষম জবাব দিতেও পিছপা হননি। ভাইজানের অকপট জবাব, তিনি নাকি রশ্মিকার মেয়ের সঙ্গেও অভিনয় করবেন। আর সেই অনুমতি দেবেন খোদ সন্তানের মা-ই।